কুতুবউদ্দিন মোল্লা ও বাবলু প্রামাণিক, ক্যানিং: ত্রাণ শিবিরে খাবারে সাথে কেন মাছ মাংস নেই? এমন দাবী তুলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন। বর্তমানে জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে বাসন্তী থানার অন্তর্গত ২ নম্বর রাণিগড় এসএসকেএম স্কুলের ত্রাণ শিবিরে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে “সুন্দরবনের উপর আছড়ে পড়তে চলেছে যশ নামক সাইক্লোন ঝড়। আর সেই ঝড়ের হাত থেকে পরিত্রাণ পেতে সরকারী উদ্যোগে ত্রাণ শিবির খোলা হয়েছিল বিভিন্ন এলাকায়। যেখানে অসহায় মানুষজন আশ্রয় নিয়েছিলেন প্রাণ বাঁচানোর তাগিদে।
ঠিক তেমনই বাসন্তী ব্লকের জোতিষপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর রাণিগড় এসএসকেএম স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলে এলাকার বেশ কিছু মানুষ। সাইক্লোন ঝড় হয়নি। হয়েছে জলোচ্ছ্বাস। তাতেও বাসন্তী ব্লক সহ সমগ্র সুন্দরবন এলাকায় ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের অধিকাংশ লোকজন বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে গিয়েছেন। এদিন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে থাকা সাহজাহান সেখ,আমিন উদ্দিন লস্কর, রাজ্জাক লস্কর, কালাম সেখ’রা দাবি করতে থাকেন ত্রাণ শিবিরে মাছ মাংস রান্না করে তিন টাইম খেতে দিতে হবে। আর এমন কথায় প্রতিবাদ করেন উমির আলি, জামীর আলি, আক্তার সেখ’রা। অভিযোগ সেই সময় প্রতিবাদীদের উপর ঝাঁপিয়ে পড়ে ইট ছুঁড়ে বেধড়ক মারধোর করে। এমন কি তারা মাটিতে লুটিয়ে পড়ে গেলে ছুরি দিয়ে কানে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তিনজন লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন গুরুতর জখমদের উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে তাদের অবস্থা আশাঙ্কাজনক হলে তিন জনকেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
এ বিষয়ে আক্রান্তরা বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। যদিও ঘটনা অভিযুক্তদের এখনও পর্যন্ত আটক কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় রয়েছে চরম উত্তেজনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct