রাকিবুল ইসলাম, বহরমপুর:একদিকে করোনার প্রভাব। আর তার দোসর ঘুর্নিঝড় ইয়াশ বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘ করে মুষলধারায় বৃষ্টি। এই দুর্যোগ কাটিয়ে প্রায় ৭৫ কিলোমিটার পাড়ি দিয়ে এক মুমুর্ষ রোগীকে রক্ত দিলেন দম্পতি প্রকাশ সিংঘ ও প্রিয়াঙ্কা দত্ত। এমনি নজিরবিহীন চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।
জানা যায়, পিঠেরশিরদারা সংক্রান্ত সমস্যার মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদার ইংরেজ বাজার এলাকার মানিক দাস নামে ৫৮ বছরের এক পৌড়। পৌড়ের অপারেশন হওয়ার পরই ইমারজেন্সি রক্তের প্রয়োজন হয়। সামশেরগঞ্জের এক স্বেচ্ছাসেবী সংস্থা নিমতিতা এলাকার ওই দম্পতিকে রক্তের প্রয়োজন এর কথা বলতেই, মুহুর্তেই তারা রক্ত দিতে রাজি হয়ে যায়। এই ভারী বৃষ্টিকেই উপেক্ষা করে ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোগী মানিক দাসকে রক্ত দিয়ে প্রানে বাচালো এই দম্পতি। রোগীকে রক্ত দিতে পেরে নিজেরাও খুব খুশি হয়েছেন বলে জানায় ওই দম্পতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct