সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীকে মৃত্যুবরণ করতে হয় হন্য হয়ে ঘুরে বেড়াতে হয় রোগী ও রোগীর আত্মীয়দের। এবার তাদের কথা চিন্তা করে এগিয়ে এল বাঁকুড়া জেলা পুলিশ। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগ ও ইন্দাস থানার আয়োজনে ইন্দাস থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।
এদিনের রক্তদান শিবিরে ১০১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। পুলিশ কর্মী ও সাধারণ মানুষরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ নেন এই রক্তদান শিবিরের ফলে জেলায় কিছুটা হলেও রক্ত সংকট মিটবে এমনটাই মনে করছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। এদিনের রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর রুরাল অ্যাডিশনাল এসপি গনেশ বিশ্বাস, এসডিপিও কুতুব উদ্দিন খান, সোনামুখী সি আই গৌতম তালুকদার, ইন্দাস থানার ওসি আব্দুস সামাদ আনসারী , পাত্রসায়ের থানার ওসি সাইফুল শেখ প্রমুখ। আগামীতে জেলার অন্য থানাতে এভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct