আপনজন ডেস্ক: আরব আমিরাতের পথেই এবার এগোল জার্মানি। জার্মানিতে সর্ব ধর্মের মধ্যে সম্প্রীতি দৃঢ় করতে একই চাদের তলায় নির্মিত মুসলিম, খ্রিস্টানও ইহুদিদের উপাসনারয়। বার্লিনে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মের মানুষের প্রার্থনা করার জন্য তৈরি হচ্ছে একই ছাদের নীচে মসজিদ, গির্জা এবং সিনাগগ। ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় বৃহস্পতিবার।
সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধন তৈরি করাই ‘হাউস অব ওয়ান’ এর মূল লক্ষ্য বলে উদ্যোক্তারা জানান। পারস্পরিক বিশ্বাসই এই প্রকল্পের মূল ভিত্তি বলে মন্তব্য করেন খ্রিস্টান যাজক গিয়র্গ হোব্যার্গ। ইহুদি রাব্বি আন্দ্রেয়াস নাচামা বলেন, সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকার একটি উদাহরণ হিসেবেই এই ভবনটি তৈরি করা হচ্ছে। মুসলিম ইমাম কাদির সানচি বলেন, স্বাভাবিকভাবেই বিভিন্ন ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে, পার্থক্যের সুন্দর দিকগুলোই হাউস অফ ওয়ানে তুলে ধরা হবে।
জার্মান সংসদ বুন্ডেস্টাগের প্রেসিডেন্ট ভল্ফগাং শ্যয়বলে এবং বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
উল্লেখ্য, এর আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির সাদিয়াত আইল্যান্ডে নির্মাণ করা হয়েছে মসজিদ, মন্দির ও সিনাগগ সম্বলিত একটি কমপ্লেক্স। সমন্বিত এই কমপ্লেক্সে ইসলাম ধর্মের প্রার্থনালয় হিসেবে মসজিদ, খ্রিস্টান ধর্মের উপাসনালয় হিসেবে গির্জা ও ইহুদি ধর্মের উপসনালয় হিসেবে সিনাগগ ব্যবহৃত হচ্ছে। বার্লিনে তিন ধর্মের মানুষের জন্য নির্মীয়মান এই ‘হাউস অব ওয়ান’ শেষ করতে চার বছর সময় লাগবে বলে ধরা হচ্ছে। এতে খরচ হবে ৪৭ মিলিয়ন ইউরো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct