আপনজন ডেস্ক: পরিবেশ দূষণ নিয়ে উদ্বিগ্ন দেশ। বর্তমানে মানুষ নিজের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য নির্বিচারে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে চলেছে। মানুষের এই অবিবেচনামূলক কর্মকান্ডের জন্য পরিবেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে স্টুডেন্টস্ ইসলামিক অর্গাইনাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও)-র পশ্চিমবঙ্গ শাখা পরিবেশ সচেতনতা অভিযানের সূচনা করলো। ‘মানুষের কৃতকর্মের জন্যই জলে-স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে’ শিরোনামে এসআইও’র এই প্রচারাভিযান চলবে ৬ই জুন পর্যন্ত। বৃক্ষ রোপনসহ একাধিক পরিবেশ বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এই প্রচারাভিযান। এসআইও রাজ্য সভাপতি সাবির আহমেদ এই প্রচারাভিযানের সূচনা করে বলেন, “মানুষের বেপরোয়া ও অচিন্তিত জীবনযাপনের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
আবহাওয়ার অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই পরিবেশ রক্ষার্থে আমাদের এই উদ্যোগ।” পরিবেশ সচেতনতা প্রচারাভিযানের কর্মসূচি হিসাবে সংগঠনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করবে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার ব্যাপক হারে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। সাবির আহমেদ জানিয়েছেন যে, পবিত্র কুরআনের আয়াতাংশকে পরিবেশ সচেতনতা অভিযানের থিম ঠিক করা হয়েছে। এই প্রচারাভিযানের অন্যতম লক্ষ্য হল পরিবেশ সংরক্ষণে ইসলামী চেতনা ও প্রিয় নবী(স.) এর আদর্শ সকলের সামনে তুলে ধরা।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct