অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: করোনা মহামারী পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পালন করা হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। গতবছরের মতো এই বছরেও করোনা মহামারী পরিস্থিতিতে পতিরাম সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে বাড়িতে থেকেই অনলাইনে নজরুল জয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়। সকাল থেকে রাত্রি পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে সকলেই নিজ নিজ বাড়িতে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর শুরু হয় অন্যান্য অনুষ্ঠান। নজরুল গীতি পরিবেশন করেন কূলপ্রদীপ চক্রবর্তী, দিলীপ সাহা, নির্মাল্যী চক্রবর্তী,সম্পা সাহা,অনন্যা চৌধূরী রাজর্ষি মালাকার,সুপ্রীতি সাহা। নজরুল আবৃত্তি করেন সুরোশ্রী সরকার, বহিরাগত শিল্পী সিজা বসাক। নজরুল নৃত্য পরিবেশন করেন কুহেলি সরকার ও তিয়াসা চৌধূরী।
সংস্থার সভাপতি মানিক দাসের অনুমতিক্রমে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক। এবিষয়ে পতিরাম সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রামানিক জানান, গত ২৫শে বৈশাখ কবিগুরুর জন্মদিনও অনলাইনে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে হয়েছিল। এমনকি গত বছরেও রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সংস্থার ফেসবুক পেজের মাধ্যমে পালন করা হয়েছিল। সংস্থার জন্ম সাল অর্থাৎ ২০১০ সাল থেকেই এই দুই মনীষীর জন্ম জয়ন্তী পালন করা হয়ে থাকে মহা আড়ম্বরে। কখনো আলাদা আলাদা ভাবে আবার কখনো একসাথে অনুষ্ঠান গুলো করা হয়ে থাকে গত দশ বছর ধরেই। কিন্তু গত বছর ও এই বছরে করোনা মহামারী পরিস্থিতিতে সংস্থার ১১তম ও ১২তম বর্ষে একপ্রকার বাধ্য হয়েই অনলাইনে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে বাধ্য হতে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct