আপনজন ডেস্ক: জিপ্রতিবাদের ধরনটি বড় পর্দায় দেখিয়েছিল ‘ডিস্ট্রিক্ট টুয়েলভ’। ‘হাঙ্গার গেমস’ চলচ্চিত্রে শাসকগোষ্ঠীর অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর ক্ষমতা ছিল না অঞ্চলটির সাধারণ মানুষের। তাই মূল চরিত্র ক্যাটনিস এভারডিনের বিসর্জনকে সম্মান জানিয়ে তিন আঙুলে স্যালুট দেখিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছিলেন তাঁর জেলার মানুষ।
বই ও পর্দায় এই নীরব প্রতিবাদই সরব হয়ে উঠেছিল। একসময় ক্ষোভের আগুনে সশস্ত্র লড়াইয়ে শাসকদের হার মানিয়েছিল শোষিতরা। সেই প্রতিবাদকে বাস্তব দুনিয়ায় নিয়ে এসেছেন মিয়ানমারের মুক্তিকামী মানুষ। সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র হিসেবে মানা হচ্ছে এই স্যালুটকে।
আগামীকাল কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের ফুটবলারদের সেই স্যালুট দিতে বলছেন তাঁদের এক সতীর্থ। যিনি সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আগেই বিশ্বকাপের বাছাইপর্ব থেকে নাম কাটিয়ে নিয়েছেন।
কিয় জিন টেট ইয়াঙ্গুন ইউনাইটেডের গোলকিপার। মিয়ানমার জাতীয় দলে ৩৮ ম্যাচ খেলেছেন এই ৩১ বছর বয়সী। ফেব্রুয়ারিতে সামরিক শক্তির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হলে তাতে একাত্মতা ঘোষণা করে সামরিক শাসকদের সমালোচনা করেছেন।
প্রতিবাদ হিসেবে এশিয়া কাপ বাছাইপর্বে মিয়ানমার দল থেকে নাম কাটিয়ে নিয়েছেন টেট। এএফপির সঙ্গে কথোপকথনে তাঁর সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন।
আর ভাবছেন, আগামীকাল যদি অন্য সবার মতোই তিন আঙুলের স্যালুট দেখাতে পারেন ফুটবলাররা, তবে বিশ্ব দারুণ এক বার্তা পাবে, ‘যদি তারা আন্তর্জাতিক দর্শকের সামনে তিন আঙুলের স্যালুট দিত, তাহলে দারুণ হতো। এই বার্তা অন্তত তারা দিতে পারে এবং তারা এটা করতেই পারে।’
এশিয়া অঞ্চলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে মিয়ানমার ‘এফ’ গ্রুপে খেলছে। করোনার কারণে বাছাইপর্বের ম্যাচগুলো এখন আর ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে হচ্ছে না। বাংলাদেশের ‘ই’ গ্রুপের বাকি সব ম্যাচ যেমন কাতারে হবে, তেমনি ‘এফ’ গ্রুপের ম্যাচগুলো এখন জাপানে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct