এহসানুল হক, হিঙ্গলগঞ্জ: ঝড় থেমে গিয়েছে, বৃষ্টি বন্ধ হয়েছে ,নিরাপদ স্থান থেকে একে একে মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে সকাল থেকেই। সে চিত্রটা ফুটে উঠেছিল। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই আবার ডাসা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো গ্রামের পর গ্রাম। হঠাৎ করে কেউ নিজের ছোট বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছেন। কেউবা নিজেদের আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন। কেউবা আবার গরুর বাচ্চাকে কোলে তুলে নিয়ে নিরাপদ স্থানের দিকে ছুটছেন। এযেন এক বীভৎস দৃশ্য চোখে পড়ল হিঙ্গলগঞ্জ মোহনপুর, বোলতলা এলাকায়। পোল্টির খামারি ছিল বহু ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা জলের তোড়ে হাজার হাজার বাচ্চা ভেসে গিয়েছে বহু টাকা ক্ষতি হয়েছে বলে এলাকার মানুষের দাবি। বছর পঁয়ত্রিশের এক গৃহবধূ অন্তঃসত্ত্বা। জলের স্রোতের মাঝে রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছেন নিজের মেয়েকে সঙ্গে নিয়ে নিরাপদ স্থানে। যেতে যেতে বলছেন, আমাদের আর ছবি তুলবেন না আমরা অসহায় অবস্থার মধ্যে আছি । কি হবে আর ছবি তুলে। আমাদের ঘরবাড়ি সব ভেসে গেছে, কিছু নেওয়া যায়নি। এদিন বছর ষাটের পূর্ণিমা দেবী কাঁদতে কাঁদতে বলেন দাদা আমাদের বাঁচান আমরা আর পারছি না, সকালবেলায় আমরা উঠানে বসেছিলাম হঠাৎ করে নদী বাঁধ ভেঙে আজ গ্রাম প্লাবিত হয়েছে। কিছুই নিতে পারিনি দাদা। সবই ফেলে রেখে এসেছি । আমরা আইলা দেখেছি, আম্ফান দেখেছি, কিন্তু এই বীভৎস চিত্র কোনদিন দেখিনি আমরা।একটু বাঁচান দাদা আমাদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল। মানুষের পাশে দাড়িয়ে অসুস্থ মানুষদের সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
পাশাপাশি তিনি বলেন, আমার এলাকার মানুষ আজ অসহায় অবস্থার মধ্যে। হিঙ্গলগঞ্জ এলাকা নদীমাতৃক ।তাই বিভিন্ন নদীর বাঁধ বেশ কয়েকটি জায়গায় ইয়াসকে কেন্দ্র করে ভাঙ্গন শুরু হয়েছে ।আজ এই নতুন করে ভাঙ্গন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজি আসছেন। হিমাল গঞ্জ কলেজে। এখানে প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গেছে। আমরা সমস্ত ঘটনাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব তিনি যেটা বলবেন সেটাই হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct