আপনজন ডেস্ক: গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলের আক্রমণের নিন্দায় সরব হয়েছিল আয়ারল্যান্ড। এবার ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নজিরবিহীন পদক্ষেপ নিল আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার নিয়ে প্রস্তাব পাশ হল সেদেশের পার্লামেন্টে।
ইসরায়েলের বিরুদ্ধে এই প্রথম কোনো ইউরোপীয় রাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, ফিলিস্তিনিদের ওপর ইসরিইলি আগ্রাসন ও সহিংসতার প্রতিবাদে একটি সংসদীয় প্রস্তাবে সমর্থন দিয়েছে আয়ারল্যান্ড সরকার।
প্রস্তাবটি পাস হলে সেখানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং ইসরাইলের ওপর অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এক্ষেত্রে আয়ারল্যান্ডই হতে চলেছে ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রথম রাষ্ট্র, যারা ফিলিস্তিনে দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে।
এ বিষয়ে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি জানান, বিরোধী দল সিন ফেইনের আনা প্রস্তাবটি আয়ারল্যান্ড-জুড়ে অনুভূতির গভীরতার সুস্পষ্ট সংকেত। ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েইলিদের বসতি স্থাপনকে নেতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এটি কার্যত আত্মসাৎ।
তিনি আরও বলেন, আমার মতে, এটি এমন কিছু নয় যা আমি বা এই হাউস (সংসদ) হালকাভাবে নিচ্ছে। এমনটি করা প্রথম ইইউভুক্ত দেশ আমরা। এটি অবশ্যই ওইসব (ইসরায়েলি) কর্মকাণ্ড ও তার প্রভাব সম্পর্কে আমাদের যে বিশাল উদ্বেগ রয়েছে, তার প্রতিফলন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct