আজাহারউদ্দিন, খানাকুল: হুগলির খানাকুলের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন ভারত পথিক রাজা রামমোহন রায়। ২৫০ তম জন্মদিন উপলক্ষে তাঁর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাঁর জীবনী ও আদর্শের কথা তুলে ধরেন বিশিষ্টজনেরা। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বি ডিও দেবাশিস মন্ডল, খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক রাঙা, রামমোহন গবেষক দেবাশিস শেঠ, প্রধান অরুপ দাস, টগরী দাস, সমাজসেবী আলী হাসান সহ অন্যান্য রামমোহন অনুগামীরা। রাজা রামমোহন রায়-এর প্রাসঙ্গিকতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিকের কথা তুলে ধরেসামাজিক দুরত্ব বজায় রেখে।
রাজা রামমোহন রায়-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার পাশাপাশি করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে মুখে মাস্ক ও সানিটাইজার দিয়ে হাত ধোয়ার আবেদন জানান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক রাঙা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct