জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: বাংলায় আছড়ে পড়লো ‘যশ’। গতকাল থেকেই শুরু হয়েছে হালকা ভারী বৃষ্টিপাত, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। অন্যদিকে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারীকরা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সর্বদাই প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলার দল। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে রাজ্যের অন্যান্য জেলার সাথে পুরুলিয়া জেলাতেও। পাশাপাশি বাঘমুন্ডিতেও কিন্তু ‘যশ’ আছড়ে পড়ার খবর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছিলো। বুধবার দুপুরের পর থেকে ঝড়ের গতিবেগ কিছুটা বাড়তে থাকে।
বৃষ্টিও কিন্তু এদিন সকাল থেকে পড়তেই থাকে থমকে যায়নি। বাঘমুন্ডি ব্লক প্রশাসনের ও পুলিশ প্রশাসনের এই বিপর্যয়ে বিশেষ ভূমিকা পালন করতে দেখা গেছে। বাঘমুন্ডি ব্লকের ৯৪টি ত্রাণ শিবিরের দিকে বিশেষ নজর রাখছেন ব্লক প্রশাসন। ত্রাণ শিবির গুলিতে কোথাও কোনো অভাব অভিযোগ পড়েনি। বাঘমুন্ডি ব্লকের কোন কোন এলাকায় এই ঝড়ের দাপটের কারণে গাছ, ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হচ্ছে সেইদিকেও নজর রাখছেন ব্লক প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct