সাজাহান সিরাজ, ঘোড়ামারা: ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এবং পূর্ণিমার ভরা কোটালের জলোচ্ছ্বাসে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় সুন্দরবন এলাকার বেশিরভাগ অংশ প্লাবিত । কোটালের জলোচ্ছ্বাসের সময় নদী বাঁধকে বাঁধ বলে মনে হয়নি । মনে হয়েছে জমির আল । তাই সহজে এই সময় জোয়ারের জল উপচে, নদীবাঁধ ভেঙে বহু গ্রাম জলবন্দি , প্লাবিত হয়েছে ধান জমি, সবজি ক্ষেত, পানের বরজ, রাস্তাঘাট এমনকি বাসস্ট্যান্ডেও জল থৈ থৈ।
নদীর নোনা জলে বহু মাছের পুকুর ভেসে গেছে । গঙ্গাসাগর মেলাক্ষেত্র, কপিল মুনির মন্দির জোয়ারে প্লাবিত। রাজ্যের ছোট দ্বীপ ঘোড়ামারাও প্লাবিত হয়েছে । দ্বীপের অসহায় মানুষ জন পাকা বাড়ির ছাদে ও এডবেস্টার দেওয়া ঘরের চালে আশ্রয় নিয়েছেন। আগেই এই দ্বীপের দেড় হাজার বাসিন্দাকে কাকদ্বীপে স্থানান্তরিত করেছে জেলা প্রশাসন। প্রাণহানি এড়াতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকা থেকে ৩ লক্ষের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়। গঙ্গাসাগর যাওয়ার মূল সড়ক কচুবেড়িয়ার রাস্তায় প্রায় এক ফুটের মতো জল। বিগত এক বছর আগে আম্ফান ঝড়ের দাপটে যেভাবে ঘরবাড়ি গাছগাছালির ক্ষতি হয়েছিল, ইয়াস সেই ক্ষতি না করলেও এই সময়ে পূর্ণিমার ভরা কোটালের জলোচ্ছ্বাসে বহু কাঁচা বাড়ি ভেঙে গেছে, আংশিক ভেঙেছে অনেক । আর জল সরলে বহু মাটির কাঁচা বাড়ি ভেঙে পড়বে । আমফানের ক্ষতিকে ছাপিয়ে যাবে ইয়াস বলে মনে করছেন বিশেষজ্ঞরা । গ্রাম পুনর্গঠনে রাজ্য সরকারকে নিবিড় ভাবে কাজ করতে হবে। বিশেষ করে নদীবাঁধ গুলি সুউচ্চ কংক্রিটের করতে পারলে হয়তো এই জলোচ্ছ্বাস এড়ানো সম্ভব । তবেই গাঙ্গেয় উপকূলীয় সুন্দরবন অঞ্চল মাথা তুলে দাঁড়াতে পারবে স্বমহিমায়।
ইয়াসের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাগরদ্বীপের ঘোড়ামারা, ধবলাট, বোটখালী, সুমতি নগর, কচুবেড়িয়া, চেমাগুড়ি, নামখানার মৌসুমী দ্বীপ, ফ্রেজারগঞ্জ , বকখালি, দ্বারিকনগর, নারায়নপুর,কাকদ্বীপ, পাথরপ্রতিমার বিস্তীর্ণ অঞ্চল, কুলতলী, রায়দিঘির বিস্তীর্ণ অঞ্চল, কুলপি, ডায়মন্ডহারবার, বাসন্তী, ক্যানিং ও গোসাবার বিভিন্ন অঞ্চল ।টাকার অঙ্কে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো জানাতে পারেনি জেলা প্রশাসন ।প্রাণহানির এখনো পর্যন্ত কোনো খবর নেই বলে জানিয়েছেন জেলাশাসক ড.পি. উলগানাথান ।রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। দুর্গত মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct