জুলফিকার মোল্যা, বসিরহাট: বুধবার সাত সকালে “ইয়াস” আছড়ে পড়ে সমুদ্র উপকুলবর্তি এলাকায়। এর আগে আয়লা, আম্ফান, বুলবুলে সুন্দরবনের এই বিস্তীর্ণ এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল। গতবছর এই সময়েই আছড়ে পরেছিল আম্ফান। সেই আম্ফানের কাচা ঘা শুকতে না শুকতেই এই এলাকায় আবার ঘা বসালো ইয়াসের লেজের ঝাপট। তবে সাইক্লোন ইয়াস নয় বসিরহাট মহাকুমার বিভিন্ন জায়গা ভাসলো জোয়ারের জলে। ইয়াসের ঝাপট ও মরা কোটালের জোয়ারে একনজরে দেখে নেব ঠিক সেই সময় দুপুরের দিকে থেকে উত্তর ২৪ পরগনাকে কতটা গ্রাস করেছে।
সকাল এগারোটা থেকে মিনাখাঁর বিদ্যাধরী নদীতে মালঞ্চ বাজারে বাধ ওভারফ্লো হয়ে গ্রামে জলে প্লাবিত এলাকাবাসীদের ঘর, দোকানে জল ঢোকে। মোহনপুর বাধ ভাঙে তড়িঘড়ি গ্রামবাসীরা বাধ সারাইয়ের কাজে লেগে যায়। সাড়ে বারোটা নাগাদ, হিঙ্গলগঞ্জ ব্লক এর মামুদপুর এলাকায় ডাসা নদীর বাঁধে ফাটল জল ডুকছে গ্রামে মাছের ঘেরিতে। দুপুর ১ টা নাগাদ, হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল এলাকায় সাহেব খালি নদীর বাধ ওভারফ্লো হয়ে গ্রামে জলে প্লাবিত এলাকাবাসীদের তৎপরতায় বাঁধের কাজে হাত লাগিয়েছে।
সন্দেশখালি কানমারী বাজারে বিদ্যাধরী নদীর বাঁধ ওভারফ্লো হয়ে কানমারী বাজারে জলমগ্ন ঘটনাস্থল পরিদর্শনের জন্য যায় সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো। বসিরহাট মহকুমা এক নম্বর ব্লকের সংগ্রামপুর গ্রামে ইছামতির নদীর জল প্লাবিত হয়ে ভেসে গেল মাছের বাজার বিভিন্ন দোকানে নদীর নোনা জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার সাথে সাথে এসপি অফিসের মধ্যে জল ঢুকে পড়ারপর সেই জল আরো প্লাবিত হয়ে গ্রামের মধ্যে ঢুকতে শুরু করল আতঙ্কে গ্রামের মানুষজন রাস্তায় বেরিয়ে এসেছে শুরু হয়েছে প্লাস্টিকের বস্তায় ভরে অস্থায়ী বাঁধের কাজ।
ইছামতী নদীর জল ঢুকে জলমগ্ন বসিরহাট মহকুমা আদালত ও বসিরহাট মহকুমা শাসকের দপ্তর সহ একাধিক শহরের রাস্তাঘাট।বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়া, এলাকায় নদীর বাঁধ ওভারফ্লো হয়ে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct