আপনজন ডেস্ক: বিশ্বজুড়ে যেভাবে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে তাতে অশঙ্কা দেখা দিয়েছিল গত বছরের সতো এ বছরও হয়তো সৌদি আরব সরকার সেদেশে বিদেশিদের জন্য হজ বন্ধ করে দেবে। যদিও সৌদি বরাবর আভাস দিয়াছিল এই বছর বিদেশিদের জন্য বন্ধ করা না হইলেও স্বল্প পরিসরে হবে। ইতিমধ্যে সৌদি আরব ঘোষণা করেছে, কোভিড পরিস্থিতির জন্য এ বছর সর্বমোট ৬০ হাজার মানুষকে হজে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হবে। তার মধ্যে বিদেশিরা হল ৪৫ হাজার আর ১৫ হাজার সৌদির বাসিন্দা। তাই বিভিন্ন দেশ কতজন করে হজে যাওয়ার অনুমতি মেলে সেই আশায় রয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় হজ কমিটি সূত্র জানাচ্ছে, সৌদি আরব সরকার এ বছর মাত্র ৫০০০ ভারতীয়কে হজে যাওয়ার অনুমতি দিতে পারে। কেন্দ্রীয় হাজ কমিটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ভারত থেকে ৫ হাজার জনের হজে যাওয়ার অনুমতি পাওয়া যেতে পারে। তবে, তার বিস্তারিত পরিসংখ্যান এখনও সৌদি আরব সরকারের কাছ থেকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কেরলের রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সি মুহাম্মদ ফয়েজি বলেন, গত বছর হজ স্বল্প পরিসরে হওয়ায় আমাদের দেশের কোনও হজযাত্রী যেতে পারেনি। এবার আমরা আমাদের আঙ্গুলগুলি পেরিয়ে অপেক্ষা করছি, ”কেরালার রাজ্য হাজ কমিটির চেয়ারম্যান সি। মোহাম্মদ ফয়েজি বলেছেন। তিনি জানান, সৌদি আরব সরকার প্রতি বছর ভারত থেকে এক হাজার মুসলিমকে প্রতি একজনকে হজ করার অনুমতি দিয়ে থাকে। সেই অনুসারে ভারত থেকে ১.৭৫ লক্ষ ভারতীয় ২০১৯ সালে হজে গিয়েছিলেন। তাদের মধ্যে প্রায় ১১,০০০ জন ছিলেন কেরল থেকে। যদিও ২০১৯ সালে ২৫ লক্ষ মানুষ হজ করেছিলেন।
তাই এ বছর কতজন ভারতীয়কে হজে যাওয়ার অনুমতি দেওয়া হয় সেই অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় হজ কমিটি। যদিও কেন্দ্রীয় হজ সূত্র জানিয়েছে, এই বছর সৌদি আরব ১৮ বছরের কম বয়সী এবং ৬০ বছরের বেশি বয়সের লোকদের হজে যাওয়ার অনুমতি মিরবে না।
ফয়েজি আরও বলেন, গত ছয় মাসে যারা কোনও রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তাদের হজের অনুমতি দেওয়া হবে না। কারণ, সৌদি আরব হজের সময় রক্ষিত নতুন রীতি সম্পর্কে দেশগুলিকে সতর্ক করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct