অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: দঃ দিনাজপুরের বালুরঘাটে অবস্থিত কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের দেওয়া শুরু হল করোনার ভ্যাকসিন। জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের কর্মীরা এবং পুলিশ আধিকারিককের উপস্থিতিতে এদিন আবাসিকদের টিকাদানের প্রক্রিয়া চলে। কেন্দ্রীয় সংশোধনাগারের মোট ৬৮৯ জন বন্দীদের মধ্যে ১৪১ জন কে প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাকিদেরও খুব দ্রুত ভ্যাকসিন দেওয়া হবে বলে কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে।
এবিষয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে সুপার নবীন কুজুর জানান, পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ কারেকশন, অ্যাডমিনিস্ট্রেশন, জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে আবাসিকদের করোনা ভাইরাসের টিকা দানের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১৪১ জন এর টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বাকিদেরও টিকাদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct