অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পাকা রাস্তার দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত হরসুরা এলাকায় বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন আগে ওই গ্রামের তেতুলতলা থেকে আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় ৭০০ মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে। তবে অর্ধেক রাস্তা ঢালাই এর পর কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে বাকি অর্ধেক রাস্তা খাল, গর্ত এবং কাদাময় অবস্থায় রয়েছে। যে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা করতে গেলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীদের। তাই অবিলম্বে বাকি বেহাল রাস্তাটি কাজ সম্পন্ন করার দাবীতে এদিন কাদাময় রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এবিষয়ে হরসুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি কুজুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী লকডাউন এর কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ রাস্তাটি গত ফেব্রুয়ারি এক তারিখে উদ্বোধন হওয়ার পরেও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে । তার ফলে আমাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি বর্ষা না নামতেই রাস্তার বেহাল অবস্থায় পরিণত হয়েছে । তাহলে বর্ষার সময় রাস্তা দিয়ে আমরা চলাফেরা করব কিভাবে? পাশাপাশি গ্রামের কেউ অসুস্থ হয়ে গেলে তাদের কাঁধে করে নিয়ে যেতে হয়। আমাদের দাবী বর্ষা আসার আগে আমাদের রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক! প্রতিবাদস্বরূপ আজকে আমরা বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ক কে জানিয়েছি। কেউ কোনো গুরুত্ব দেয়নি। আমাদের একটাই দাবি, বর্ষার আগে আমাদের যাতায়াতের এই একমাত্র রাস্তাটিকে যেন তৈরি করে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct