এহসানুল হক, বসিরহাট: ইয়াস ঝড় নিয়ে বসিরহাট এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হল বসিরহাট ব্লকের একটি সভা কক্ষে। উপস্থিত ছিলেন এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, জেলা পরিষদের সদস্য ও বসিরহাট-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহানুর মন্ডল, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি, বসিরহাট থানার পুলিশ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমফান আতঙ্ক কাটতে না কাটতেই সুন্দরবন এলাকায় আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। সে কথা মাথায় রেখে ইতিমধ্যে বসিরহাট, হাড়োয়া, মিনাখাঁ, হাসনাবাদ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে থাকা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে। দুর্বল নদী বাঁধের মাটি ফেলার কাজ এবং মহকুমা,ব্লক এবং পঞ্চায়েত পর্যায়ে সব কর্মীদের নিয়ে ভার্চুয়াল মিটিং করা হচ্ছে। প্রসঙ্গত গত এক বছর আগে এই মে মাসে আমফানের মত ঘূর্ণি ঝড়ে বিদ্ধস্ত হয়েছিল বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া এলাকা। কয়েক বছর আগে আয়লার মত ভয়ঙ্কর ঝড়ে বিধ্বস্ত হয়েছিল সুন্দরবন এলাকার মানুষ। সে কথা মাথায় রেখে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় তৈরি হচ্ছে মহকুমা প্রশাসন। জলোচ্ছ্বাসের ফলে যাতে সুন্দরবন এলাকার নদী বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে না পারে সে জন্য বাঁধে মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে।
গতবারে আমফান বিদ্ধস্ত প্রত্যন্ত এলাকায় বৈদ্যুতিক সংযোগ দিতে প্রায় এক মাস সময় লেগে গিয়েছিল। সেই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বিদ্যুৎ দফতরের কর্মীদেরও বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যদি কোন বৈদ্যুতিক তার ছিড়ে যায় বা খুঁটি ভেঙে যায় সেখানে কি ভাবে দ্রুত পৌঁছানো যাবে তার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করা হচ্ছে। গত আমফানের সময় যে সমস্ত বিদ্যালয়গুলোতে ত্রাণশিবির করা হয়েছিল সেই সব বিদ্যালয়গুলোর পরিকাঠামো ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে বিডিও বলেন,‘‘ইতিমধ্যে সমস্ত পঞ্চায়েতে স্তরের কর্মীদের নিয়ে বেশ কয়েকটি মিটিং করেছি। করোনা স্বাস্থ্যবিধি মাথায় রেখে কি ভাবে বিপদ গ্রস্থ মানুষদের কাছে পৌঁছে তাদের নিরাপদ স্থানে নিয়ে আসা যায়। তা নিয়েও বিশেষ আলোচনা করা হয়েছে।
কৃষকদের ফসল যাতে নষ্ট না হয়, সে দিকে লক্ষ রেখে কৃষকদের আগাম ফসল তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ভাবে সাধারণ মানুষদের ইয়াস সম্পর্কে সজাগ করার কাজ শুরু হয়েছে। নজর রাখতে বলা হয়েছে স্থানীয় পঞ্চায়েতগুলিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct