নীপু গোলদার: অনেকদিন ধরে মনে হচ্ছে পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে আছে। সবার মুখে একই আলোচনা, ‘করোনা’। এই নামের মধ্যেই লুকিয়ে আছে “না” মানে বাধা। বাইরে যেও না মাস্ক না পরে থেকো না, এক জায়গায় একত্রিত হয়ো না, ইত্যাদি আরো অনেক কিছু। আমি প্রথমে আপনাদের করোনার কথা বলেছি। কারণ, এটাই আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আমিও ভাবছিলাম করোনা সম্বন্ধে কিছু লিখি। কিন্তু আমার মন বলল আমরা যদি সবাই করোনা বিষয় নিয়ে লিখি তাহলে পৃথিবীতে আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমি করোনা, সম্বন্ধে লিখলাম না। আমাদের পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে, একটি হল আমাদের আনন্দে থাকা। ‘আনন্দ’- যা আমাদের মনকে তৃপ্ত করে, শক্তি যোগায় বেঁচে থাকার। তাই পৃথিবীতে এত দুর্ভিক্ষ থাকা সত্ত্বেও আমি বলব, আমাদের আনন্দে থাকতে হবে। আনন্দে থাকলে, তবেই আমরা শক্তি পাব, যে কোন বিষয়ের সঙ্গে লড়ে যাওয়া। এবার হয়তো আপনারা ভাবছেন ,এত কিছু সমস্যা আজ পৃথিবীতে, তাহলে আমরা কি করে আনন্দে থাকব? একথা অবশ্যই সত্য যে ,সবাই ভালো না থাকলে একা কেউ কখনো আনন্দে থাকতে পারে না। তবুও বলব আমরা যতটা পারি, আনন্দ থাকার উপায় নিজেরাই বের করে নেব।
আপনাদের আনন্দ থাকার উপায় আমি বলে দিতেই পারি, কিন্তু যেটা আমার আনন্দের বিষয়, সেটা আপনার কাছে আনন্দের বিষয় নাও হতে পারে। কারণ আনন্দটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। যেটা করে আমি আনন্দ পাচ্ছি ,সেটা করে , আপনি আনন্দ নাও পেতে পারেন। তাই জন্য আমি বলব, আপনারা যেভাবে আনন্দে থাকতে পারেন, যেটা করে আনন্দে থাকতে পারেন, সেই ভাবেই আনন্দে থাকুন। কোন মানুষ যে বই পড়তে ভালবাসে, তাকে যদি আমরা বলি তুমি সবার সঙ্গে পার্টি করো, আর আনন্দ থাকো। সে নিশ্চয় আনন্দিত হবে না। এই জন্যই বলছি, আনন্দ থাকাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আমি আপনাদের নিজের মতো করে আনন্দে থাকার উপায় বলে দিতে পারলাম না। আপনাদেরই, আপনাদের মতন করে আনন্দে থাকতে হবে। তাহলে দেখবেন সব যেন আস্তে, আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এমনকি নিজেরাই, নিজেদের মধ্যে যেন শক্তি খুঁজে পাবেন। যার ফলে আপনার কাছে সবকিছু সহজ মনে হবে। যার বই পড়তে ভালো লাগে সে বই পড়ুন। যার টিভি দেখতে ভালো লাগে, সে টিভি দেখুন। যার রান্না করতে ভালো লাগে, সে রান্না করুন। যার গাছ লাগাতে ভালো লাগে, সে গাছ লাগান। আসলে আমি বলতে চাইছি, আপনাদের মতন করে ভালোলাগাটাকে বেছে নিয়ে, শুধু ভালো থাকুন।
আমাদের মন যদি, আনন্দ না থাকে, তাহলে আমরা কোন কিছুকেই জয় করতে পারব না। শুধু পৃথিবীকে ধ্বংসের কথাই শোনা যাচ্ছে। চারিদিকে শুধু হাহাকার। তবুও আমি সবাইকে আনন্দে থাকতে বলছি, কারণ ধ্বংস কে উপেক্ষা করার একমাত্র উপায় হল ‘আনন্দ’। এইজন্য পৃথিবীতে এত অরাজকতা থাকা সত্ত্বেও, আমাদের সবাইকে বলতে হবে, আমরা আছি একসাথে, আমরা আছি আনন্দে, আমরা করব ‘জয়’ নিশ্চয়। আমি সবাইকে বলেছি, একথা সত্য যে আনন্দ একদম ব্যক্তিগত বিষয়। তবে আমি এটা বলতে চাইনি, যে একা একা আনন্দ থাকা যায়। তবে বর্তমান পরিস্থিতি এমনই যে, আখন একা একা আনন্দ থাকতে হবে। তাহলেই আমরা সবাই ভাল থাকব সুস্থ থাকব। সবাই মিলেমিশে একাকার হয়ে আনন্দে থাকার সময় এখন নয়। তাই নিজেরাই একা একা খুশি থাকতে হবে। আর পৃথিবীর অরাজকতা কাটিয়ে উঠতে হবে, আমাদের। মনকে শান্ত, স্নিগ্ধ করে রাখতে হবে। তবেই আমরা সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। তাই সবশেষে আমরা সবাই মিলে বলি, আমরা থাকব আনন্দে, আমরা থাকবো একসাথে, আমরা করব ‘জয়’ নিশ্চয়।
(লেখিকা ঝাড়খণ্ডের গৃহবধূ)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct