সজিবুল ইসলাম, জলঙ্গি: কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতিতে, মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য প্রশাসনের সহযোগিতায় ভয়াবহ মহামারীর বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যেশ্যে এবং তাদের প্রতিনিয়ত সচেতন করার লক্ষ্যে, গ্রাম পঞ্চায়েত, ব্লক পুলিশ প্রশাসন, স্বাস্থ্য আধিকারিক এবং বিশিষ্ট সমাজসেবীরা মঙ্গলবার সচেতনতামূলক প্রচার করলেন চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে। আজকের এই কর্মসূচির পাশাপাশি আগামী ২৫ ও ২৬ তারিখে প্রাকৃতিক দুর্যোগের ইয়াস ঝড়ের সম্বন্ধেও সচেতন করেন।
উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শোভন দাস, সাদিখানদেয়ার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক তথা বি এম ও এইচ অমর ঘোষ, চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম রকি, জলঙ্গি থানার পুলিশ এবং বিশিষ্ট সমাজসেবী মিনারুল ইসলাম মিনা সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct