মাহমুদুল হাসান, দেগঙ্গা: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা পঞ্চায়েত সমিতিতে সাইক্লোন ইয়াস দুর্যোগ মোকাবেলা করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। এদিন এই ব্লক লেভেলের কন্ট্রোল রুমে উপস্থিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী, স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, দেগঙ্গা ব্লক এর বিডিও সুব্রত মল্লিক সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকগণ।
মূলত বিপর্যয় মোকাবিলার জন্য কন্ট্রোলরুম থেকে মানুষকে তাৎক্ষণিক পরিষেবা দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে রাখা হয়েছে। এরই সাথে সাথে সমস্ত পঞ্চায়েতগুলোর সঙ্গে যোগাযোগ রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তর, গাছ কাটার লোক সহ সমস্ত পরিষেবা তাৎক্ষণিকভাবে দেওয়ার জন্য পুরো বাহিনীকে ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছেন তারা।
এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি মহিদুল হক সাহাজী বলেন আমরা আমফানের থেকে শিক্ষা নিয়ে ইয়াস সাইক্লোন-এর মোকাবেলা করার জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে গাছ কাটার লোক অথবা এনডিআরএফ কেও প্রস্তুত করে রাখা হয়েছে। অন্যদিকে এ কে এম ফারহাদ এই প্রতিবেদককে জানান দেগঙ্গা ব্লক এরিয়ার ভিতরে প্রায় ৬৫ টা আশ্রয় শিবিরে তিন হাজারের অধিক লোক ইতিমধ্যেই স্থানান্তর করা হয়েছে। সেই সমস্ত ত্রান শিবিরে পর্যাপ্ত পরিমাণ খাবার, ড্রাই ফুড, স্যানিটাইজার, মাস্ক এর ব্যবস্থা করা হয়েছে। রাজ্য স্তর, জেলা স্তর, ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সমস্ত জায়গায় কন্ট্রোলরুম খুলে, যে কোন প্রয়োজনে যোগাযোগের জন্য ফোন নাম্বারও প্রকাশ করা হয়েছে। ফারহাদ আরো জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়াস মোকাবেলা করার জন্য উপান্নতে সারারাত থাকবেন এবং সমস্ত জেলাগুলির সঙ্গে দুর্যোগ মোকাবেলার জন্য যোগাযোগ ও খবরাখবর রাখবেন, যাতে কোনরকম সমস্যা তৈরি না হয়। আমরা আদর্শগতভাবে তারই একজন অনুসারী হিসাবে একেবারে ময়দানে নেমে এই দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য সমস্ত প্রকার সহযোগিতা নিয়ে প্রস্তুত আছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct