জয়প্রকাশ কুইরি, পুুরুলিয়া: বুধবার তথা ২৬ শে মে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শিকার উৎসব। আর এই শিকার উৎসবে যাতে কোন রকম ভাবে কোন বন্য প্রাণী হত্যা করা না হয় তার জন্য বেশ কয়েক দিন থেকে প্রশাসনের পক্ষ থেকে চলছে কড়া সতর্কবার্তার প্রচার অভিযান । জানা যায় বনদপ্তর ইতিমধ্যে শুরু করে দিয়েছে গ্রামে গ্রামে শিকার উৎসবে শিকার না করার মাইকিং প্রচার ও বাঘমুন্ডি ব্লকের প্রত্যেকটি গ্রামে গ্রামে লাগানো হয়েছে পোস্টার।বনদপ্তর সূত্রে খবর, এবারে করোনা পরিস্থিতিতে শিকার উৎসব রুখতে এবং প্রাণী হত্যা যাতে না হয় তারই পরিপ্রেক্ষিতে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির বিধি নিষেধ মেনে যাদের পরম্পরাগত এই শিকার উৎসব তাঁরা শুধু মাত্র পূজো করতে পারবেন ।অন্যদিকে অযোধ্যা পাহাড়ের গড়ধাম বুরু মেলা কমিটির গ্রামীণ পূজারী যামিনী সিং লায়া বলেন, নিয়ম বিধি মেনে পূজো ছাড়া যদি কেউ আইন অমান্য করে পাহাড়ে শিকারে আসেন এবং বন্য প্রাণী হত্যা করেন আর তা যদি নজরে পড়ে তাহলে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এবং তাঁকে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে।শিকার প্রেমীরা এই সতর্কতা কতটা মেনে চলবেন সেটাই এখন দেখার বিষয়। শিকারের মূল ঘাঁটি অযোধ্যা পাহাড় সহ বাঘমুন্ডি পাহাড়ের জঙ্গল কি ঐ দিন শুনশান থাকবে?সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct