আপনজন ডেস্ক: ছাত্র জীবনে শুধু পড়াশুনাটাই সব নয়, পড়াশুনার মধ্যে সমাজসেবার ব্রত হওয়াও এক মহান কাজ। সেই কাজের লক্ষ্যে এবার এগিয়ে এল আল আমীন মিশনের বেশ কয়েকজন তরুণ প্রাক্তনী। লকডাউনে গরিব মানুষদের খাদ্য সামগ্রী দেওয়া থেকে শুরু করে করোনা আক্রান্ত রোগীদের ওষুধ, অক্সিজেন সরবরাহের কাজ করে চলেছে তারা। ছাত্র জীবনের বাইরে গিয়ে সমাজসেবায় এবাবে নিয়োিজত হয়েছেন শাহিন মণ্ডল, নাফিসা বেগমের মতো আল আমীন মিশনের প্রাক্তনী। শাহিন জানিয়েছেন, সমাজ সেবার প্রেরণা পেয়েছিলেন আল আমীন মিশনের সম্পাদক নুরুল ইসলাম স্যারকে দেখে। মিশনের প্রাক্তনী হওয়ার পর সমাজসেবার করার লক্ষ্যে তাই গড়ে তোলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি। এই সোসাইটির ব্যানারেই চলছে এখন সমাজসেবামূলক কাজ।
এ ব্যাপারে শাহিন মণ্ডল জানান, আমরা বিগত দুই বছর ধরে বিপর্যয়ের পরে অনেক মানুষকে উপকার করে এসেছি। উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা,মালদহ,মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর,আরামবাগ, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,ক্যানিং, বসিরহাটের বিভিন্ন জায়াগায় রমজানে ইফতার দেওয়া, খাদ্যসামগ্রী সহ ঈদের সময় বস্ত্র ও ঈদের খাবার বিতরণ করা হয়।
এখন যেহতু করোনা পরিস্থিতি, তাই এই পরিস্থিতিতে আমরা কোভিড সংক্রান্ত কাজ করে চলেছি। তার মধ্যে অন্যতম হল যেমন অক্সিজেন সরবরাহ করা, ফ্রীতে কোভিড সংক্রান্ত ব্যাপারে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া আরো বহু কিছু। সাহিন আরও জানান, তারা যেসব ব্রত নিয়ে সমাজসেবার কাজে নিয়োজিত হয়েছেন তার মধ্যে অন্যতম হল প্রান্তিক শ্রেণীর মানুষদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা। বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে ত্রাণ পৌঁছে দিয়ে, অভাবগ্রস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম দিয়ে সাহায্য করা। শাহিন জানান মূলত তিনি আর আর এক আল আমীনের প্রাক্তনী নাফিসা বেগম এই সমাজসেবার কাজকে ত্বরান্বিত করে চলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct