আপনজন ডেস্ক: মায়ানমার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে এবার কমপক্ষে ২০জন মায়ানমার পুলিমের মৃত্যু হল। রোববার মায়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি থানায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় অভ্যুত্থানবিরোধীরা পুলিশের চার সদস্যকে পণবন্দি করে। পরে পুলিশ স্টেশনটিও পুড়িয়ে দেয় তারা। থানা দখল করে নেয় বিক্ষোভকারীরা।
অন্য একটি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, কায়া রাজ্যে তাদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।
রোববারের এ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাড়তি সতর্কতা নিয়েছে মায়ানমার পুলিশ। শহরের নানা স্থানে ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে মহড়া দিচ্ছে তারা।নতুন এ সংঘর্ষ শুরু হয় সম্প্রতি ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন অং সান সু চির দলকে বিলুপ্ত ঘোষণা করার উদ্যোগের পর থেকে। নির্বাচন কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে জালিয়াতি করেছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি-এনএলডি। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওই বৈঠকে এনএলডিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি।
গত ১ ফেবরুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। অভ্যুত্থানের পর সু চিকে আটক করে গৃহবন্দী করা হয়। সেই থেকে তাকে একবারও জনসম্মুখে আসতে দেয়া হয়নি।
সু চির বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে, গত নভেম্বরের নির্বাচনে স্বাস্থ্যবিধি না মানা এবং অবৈধভাবে ওয়াকি-টকি রাখা। সোমবার অং সান সু চিকে আদালতে তোলার কথা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct