আপনজন ডেস্ক: লীগ খেতাব আগেই হাতছাড়া হয়েছে। আশঙ্কা ছিল প্রথম চারের বাইরে থেকে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়নস লীগ খেলার যোগ্যতা হারানোরও। তবে লীগের শেষ ম্যাচে বোলোনিয়াকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপ সেরার মঞ্চের টিকিট নিশ্চিত করে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লীগে তাদের সঙ্গী হয়েছে এসি মিলান। আগেই শেষ চার নিশ্চিত করা আতালান্তার মাঠে ২-০ গোলের জয় তুলে দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করে দলটি।জিতলেও জুভদের চ্যাম্পিয়নস লীগ ভাগ্য ছিল নাপোলির হাতে। জয়ের সঙ্গে নাপোলির পয়েন্ট হারানোর উপরই নির্ভর করছিল ইউরোপ সেরার মঞ্চে জুুভেন্টাসের স্থান। ভাগ্য সহায় হলো আন্দ্রে পিরলোর দলের। ভেরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করল নাপোলি।গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই নামে তুরিনের বুড়িরা।
তবে পর্তুগিজ স্টারের অভাব বুঝতে দেননি বাকিরা। ম্যাচের ছয় মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে দেন ফেদেরিকো চিয়েসা। এরপর ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। বিরতি থেকে ফিরেই জোড়া গোল পূর্ণ করেন এই স্প্যানিয়ার্ড। এর আগে প্রথমার্ধের অন্তিম মিনিটে গোল করেন আদ্রিয়ান র্যাবিয়ট।
শেষাংশে অবশ্য একটি গোল শোধ করে বোলোনিয়া। ৮৫তম মিনিটে রিকার্দো ওরসলিনি স্কোরশিটে নাম তোলেন। ম্যাচে লিড নিয়েও জয় পায়নি নাপোলি। ৬০তম মিনিটে আমির রাহমানির গোলে এগিয়ে যায় গাত্তুসোর দল। নয়মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা আনেন ভেরোনার দাভিদে ফ্যারাওনি।
দিনের শুরুতে উদিনেসকে ৫-১ গোলে হারায় আগেই শিরোপা জেতা ইন্টার মিলান। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট ৯১। এসি মিলানের পয়েন্ট ৭৯। সমান ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আতালান্তা ও জুভেন্টাস। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আতালান্তা। ১ পয়েন্ট কম নিয়ে পাঁচে নাপোলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct