চিত্ত-রঞ্জন
___________
আপনজন ডেস্ক: সম্প্রতি দুই বাংলায় তুমুল ভাইরাল হয়েছে বাংলাদেশের গাজীপুরের একটি ফার্নিচার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। বিজ্ঞাপনে দেখা গেছে, দুই শিশুকন্যা যন্ত্রমানবের ভঙ্গিতে সোফার ওপর লাফাচ্ছে আর বলছে, ‘দামে কম মানে ভালো’। আর এখন সেই ভিডিওতেই মজেছে দুই বাংলা। তৈরি হয়েছে শতাধিক মিম।
বিশেষ করে পশ্চিমবঙ্গ মানুষেরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিচ্ছেন কাকলি ফার্নিচারের। সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’ ছবির দুটি দৃশ্য বেছে নেওয়া হয়েছে মিম বানাতে। রাইমা সেনের সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় আর রাইমা ছাড়া পরমব্রতের অবস্থা কেমন হবে বর্ণনা দিয়েছে কাকলি ফার্নিচার। ‘সিআইডি’র ‘দরওয়াজা তোড় দো দয়া’-র সংলাপ আর কাকলি ফার্নিচার মিলেমিশে একাকার হয়ে গেছে।
গাজীপুরের কাকলি ফার্নিচার নেটিজেনদের মাধ্যমে পৌঁছে গেল ভারতে। বলা যায়, দুই সপ্তাহের লকডাউনে কাকলি ফার্নিচারই পশ্চিমবঙ্গ বেশ ব্যস্ত রাখল।
এছাড়া অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং তার বোন মধুজাও আছে। ঋতাভরীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে হুডেড শার্ট ও মাস্ক পরে বোন মধুজা ভৌমিককে সঙ্গে নিয়ে ‘দামে কম, মানে ভালো কাকলি ফার্নিচার’-এর সঙ্গে দারুণ মজার নাচে মত্ত। কখনো তালে তালে মাথা নাড়াচ্ছেন, তো কখনো কুশন চেপে চলছে পাগলামি।
অন্যদিকে অভিনেত্রী উষসী চক্রবর্তী অর্থাৎ ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘জুন আন্টি’ও ‘দামে কম মানে ভালো’ নিয়ে ভিডিও পোস্ট করতে ভুললেন না। প্রায় টাউন টুইস্টারের মতো করে বেশ কয়েকবার তিনি আওড়ে চললেন একটাই লাইন, ‘দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার।‘
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct