সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: রাজ্যের অন্যান্য এরাকার মতো মেদিনীপুর শহরেও সাধ্যমতো করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন বামপন্থী ছাত্র-যুবদের নেতৃত্বাধীন রেড ভলান্টিয়ার্সরা। মেদিনীপুর শহরের রেড ভলান্টিয়ার্সদের পাশে দাঁড়াতে এগিয়ে এল মেদিনীপুরের ভগৎ সিং ফাউন্ডেশন। শনিবার সকালে শহরের পঞ্চুর চকে এক অনাড়ম্বর কর্মসূচির মাধ্যমে রেড ভলান্টিয়ার্সদের হাতে টি-শার্ট, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
পাশাপাশি এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরের টোটো চালক স্বপন জানাকে সংবর্ধনা জানানো হয়। তিনি দিন-রাত যখনই প্রয়োজন তখনই জীবনের ঝঁকি নিয়ে রুগীর বাড়িতে বা চিকিৎসাকেন্দ্রে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন।
এদিনের কর্মসূচিতে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কুন্দন গোপ,প্রদীপ সিংহ মহাপাত্র, পাপিয়া চৌধুরী, পিনাকী পাল,প্রীতম সরকার, সুরজিৎ সরকার, ঋদ্ধি মুখার্জি সহ অন্যান্যরা।অন্যদিকে রেড ভলান্টিয়ার্সদের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল রাফে,মানস প্রামাণিক, সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct