আপনজন ডেস্ক: মায়ানমার সেনারা তাদের বিরুদ্ধে কোনও ধরনের বিক্ষোভকে বরদাস্ত করতে রাজি নয়। ক্রসে ক্রমে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমারে সেনা বিরোধী বিক্ষোভ অব্যাহত। আর তাতে অংশ নেওয়ার দায়ে মায়ানমারের প্রায় এক লাখ ২৫ হাজার ৯০০ স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মায়ানমারের শিক্ষক ফেডারেশনের একজন কর্মকর্তা। এছাড়াও ১৯ হাজার ৫০০ জন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেশটির এক শিক্ষক বলেন, ‘সামরিক সরকার এমন ঘোষণার মাধ্যমে দেশের মানুষকে কাজে ফিরে আসার হুমকি দিচ্ছেন। কারণ তারা যদি এতোগুলো মানুষকে এক সঙ্গে গুলি করে মেরে ফেলেন, তাহলে সম্পূর্ণ সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে।’ কাজে ফিরে আসলে এই ঘোষণা তুলে নেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল বলেও জানান তিনি।
২০১৯ সালের তথ্যনুযায়ী, মিয়ানমারে প্রায় ৪ লাখ ৩০ হাজার স্কুল শিক্ষক রয়েছেন। নতুন বছরে স্কুল শুরুর কয়েকদিন আগে বরখাস্তের এমন ঘটনা ঘটলো। দেশের এক দশকের গণতন্ত্রকে পূনরুদ্ধারের জন্য এ দিন শিক্ষক এবং অভিভাবকরা স্কুলের কর্মকান্ড থেকে নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে অং সান সুকির দল এনএলডির বিরুদ্ধে। যদিও সুকির নেতৃত্বেই মায়ানমারে সরকার গড়া হয়।
হয় এবং সরকার গঠন করে এমন অভিযোগ এনে দেশটির সশস্ত্র বাহিনী গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটায়। এরপরই দেশটির সেনাবাহিনী এক বছর ব্যাপী জরুরি অবস্থা জারি করে। তখন থেকে মিয়ানমার, যা বার্মা নামেও পরিচিত, জুড়ে গণবিক্ষোভ চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct