আপনজন ডেস্ক: আগাম সর্তকতা হিসাবে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক জেলা এবং ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার জন্য নির্দেশ পাঠিয়েছে। তাই ইয়াস ঘূর্ণিঝড়ের সর্তকতা অবলম্বনে রবিবার ছুটির দিনেও দেগঙ্গা ব্লকের প্রশাসনিক আধিকারিক এবং গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরা এক ভার্চুয়াল আলোচনায় বসলেন।
এই ভার্চুয়াল আলোচনায় দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল বলেন, আমরা সরকারি নির্দেশ মতো সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছি এবং সকলের কাছে অনুরোধ করছি অযথা আতঙ্কগ্রস্থ না হওয়া এবং সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন।
তিনি আরও বলেন আমাদের এই অঞ্চলে যে সমস্ত দুর্বল বাড়িগুলি আছে সেগুলো চিহ্নিত করে আগাম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ভার্চুয়ালি আলোচনায় হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী নুরুল ইসলাম বলেন রাজ্য সরকার এবং দলীয়ভাবে আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করে থাকি এবং মানুষের পাশে সব সময় থেকে কাজ করি। কেবলমাত্র ভোটের রাজনীতি আমরা করি না মানব সেবার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি বলে তিনি জানান।
জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা স্থানীয় জেলা পরিষদ সদস্য জনাব এ কে এম ফারহাদ বলেন, সত্যিই আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন। একদিকে করোনা তার মধ্যেই আম্ফান আবার যশে’র সম্ভাবনা যা মোকাবিলা পশ্চিমবঙ্গ সরকার যেভাবে বিগত বছরগুলোয় করে এসেছে ঠিক এবারেও সদা প্রস্তুত। একই সঙ্গে মেডিকেল টিম বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ক্ষতিগ্রস্ত গাছগুলোকে দ্রুত সরানোর জন্য ইলেকট্রনিক্স কাটিং মেশিন সহ সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছে প্রশাসনিক আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা সবসময় আধিকারিকদের সাহায্য করার জন্য প্রস্তুত বলে ফারহাদ বলেন।
স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, বিগত দিনে যেভাবে প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ কোরেছি এবারেও তার ব্যতিক্রম হবে না।
প্রশাসনিক নির্দেশমতো ইয়াস মোকাবিলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলি কে আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করণ করা হয়েছে সেই সূত্রে দেগঙ্গার বেশ কতকগুলি প্রতিষ্ঠানে আগাম মানুষজনের থাকার বন্দোবস্ত করা হচ্ছে বলে স্থানীয় থানার আইসি অরূপ কুমার রায় জানান। দেগঙ্গার পরিস্থিতি নিয়ে রবিবারের ভার্চুয়ালি আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক সঞ্জয় চন্দ্র, বিডিও সুব্রত মল্লিক, পঞ্চায়েত সমিতির উক্ত পরিবহন কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ, হুমায়ুন রেজা চৌধুরী, উমা দাস,আঞ্জুয়ারা বিবি, রিঙ্কু সাহাজি, হাজী আব্দুর রব,নওসাদ উদ জমান সহ অন্যান্য কর্মাধ্যক্ষ, প্রধান ও উপপ্রধানরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct