মঞ্জুর মোল্লা, নদিয়া: করোনা মহামারীতে গোটা দেশ যখন আতঙ্কের ভিতর। ঠিক তখনই ঘন বসতি এলাকায় পাড়ার মধ্যে, জঞ্জালের স্তূপে, পরিত্যক্ত পিপিই কিট লেপ-তোষক পড়ে থাকায় রাত ভোর আতঙ্কে গোটা এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তামাচিকাপারায়।
পাড়ার মধ্যেই জঞ্জাল ফেলার স্তূপ! এবং সেখানেই পিপি ইকিট এবং লেপ তোষক পরিত্যক্ত অবস্থায় গতকাল সন্ধ্যা থেকেই পড়ে থাকতে দেখে এলাকাবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নীলরতন প্রামানিক। সন্ধ্যাতে এমনিতেই পৌরসভার ছুটি, তার ওপর প্রাক্তন পৌর প্রধানের মৃত্যুতে শোকার্ত গোটা শান্তিপুর শহর তাই বিষয়টির জন্য কারো সাথে যোগাযোগ করেননি। রবিবার সকালে বিষয়টি জানাজানি হল এই এলাকায় চাঞ্চল্য দেখা যায়। ওই এলাকার বাসিন্দা সানি ও একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিলাভ প্রামানিক প্রাক্তন কাউন্সিলরের স্বামী স্বপন মঠের সাথে কথা বলেন, তিনি অতিসত্বর ব্যবস্থা নেওয়ার কথা জানান, পৌর পরিষদ সদস্য শাহজাহান শেখের সাথে কথা হয় তার।
দীর্ঘ ৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, পরিত্যক্ত পিপিই কিট নিয়ে গেলেও, পড়ে থাকে লেপ-তোষক। এলাকার সুদীপ্ত চ্যাটার্জী পেশায় ব্যবসায়ী তিনি জানান, এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, শুধু পিপিই কিটি নয় আশেপাশের বিভিন্ন বাড়ি হোটেল রেস্টুরেন্টের নোংরা আবর্জনা বাসী খাদ্য-খাবার, ফেলা হয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি পাড়ার সংযোগস্থলে এধরনের আবর্জনার স্তুপাকারে ফেলার ব্যবস্থা না থাকলেই ভালো হয়, এ বিষয়ে অতীতে পৌরসভায় জানিয়েও কোনো সুরাহা মেলেনি।
গোটা দেশ যখন আতঙ্ক তার ভিতরে এই পড়ে থাকতে দেখে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায় পিপিই কিট। পরে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে ওগুলোকে পরিষ্কার করে ফেলা হয়। তবুও মানুষের মধ্যে এক আতঙ্ক কাজ করছে। কারণ, এইসব পরিত্যক্ত জিনিস তাদেরকে কোনও ক্ষতি করবে কিনা সেই চিন্তা এখন তাদের মাথায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct