আপনজন ডেস্ক: তুষার নামে এক কিশোরকে পুকুরে মাছ চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জহিরুল নামে এক ব্যক্তির পুকুরে মাছ চুরির অভিযোগে ওই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে জহিরুল নিজেই সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। এরপর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতনের শিকার কিশোর উপজেলার উত্তর মেরামাতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা চারঘাট পৌরসভার মেরামতপুর বাসিন্দা। নির্যাতনের পর স্থানীয় লোকজন ওই কিশোরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়রা জানায়, ওই কিশোর জহিরুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। তখন অন্য কয়েকজন পুকুরে মাছ ধরছিল। কিছু সময় পর জহিরুল পুকুর পাড়ে আসেন। এ সময় কয়েকজন পালিয়ে যায়। তখন জহিরুল ওই কিশোরের কান ধরে তাকে পুকুরপাড়ে নিয়ে আসেন। এরপর একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রাখেন। তাকে চড়-থাপ্পড় দেয়। ঘণ্টাখানেক বেঁধে রাখার পর ঘটনাটি দেখে স্থানীয় লোকজন ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই কিশোরের বাবা বলেন, চুরির অপবাদ দিয়ে আমার ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। অন্য কেউ তার পুকুরে মাছ চুরি করতে পারে, আমার ছেলে পুকুরে গোসল করতে গিয়েছিল। তবুও তাকে মারধর করা হয়েছে। সে এখন হাসপাতালে আছে। আমার ছেলে জানিয়েছে, যে জহিরুল তার পায়ুপথে মাছ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct