হাটে বাজারে
______________
আপনজন ডেস্ক: সময়ের সাথে সাথে TVS Apache RTR 310-এর জনপ্রিয়তা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী। হ্যান্ডসাম লুক, আরামদায়ক আর্গোনমিক, পাওয়ারফুল ইঞ্জিন সহ প্রিমিয়াম কোয়ালিটির হার্ডওয়্যার স্পোর্টস বাইকটির সাফল্যের রসায়ন তৈরি করেছে।
যদিও অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, টিভিএস আরও প্রিমিয়াম মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে। TVS-এর আপকামিং মডেলটি ৩১০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির নেকেড স্পোর্টস বাইক বা অ্যাডভেঞ্চার ট্যুরার হতে পার বলে জল্পনা রয়েছে। নতুন মডেলটিতে Apache RTR 310 মোটরবাইকের ইঞ্জিন দেখতে পাওয়ার সম্ভাবনা আছে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে টিভিএস মোটর কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও কে.এন.রাধাকৃষ্ণণ ইঙ্গিত দিয়েছিলেন, পরের বছর (২০২১) টিভিএস ৩১০ সিসি প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নতুন একটি মোটরসাইকেল লঞ্চ করতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, BMW Motorrad এবং TVS যৌথ উদ্যোগে ইতিমধ্যেই G310 R ন্যাকেড স্ট্রিটফাইটার, G 310 S
অ্যাডভেঞ্চার ট্যুরার, এবং Apache RTR 310 স্পোর্টস বাইক বাজারে এনেছে। ফলে আপকামিং মোটরসাইকেলের ডিজাইন ও উৎপাদনেও দু’সংস্থার ভূমিকা থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct