আপনজন ডেস্ক: ছয় বছর পর ফ্রান্স দলে ফিরেছেন করিম বেনজেমা। সতীর্থের স্পর্শকাতর ভিডিও কেলেঙ্কারিতে ব্ল্যাকমেলে জড়িত ছিলেন, এমন এক অভিযোগে ২০১৫ সালের পর থেকেই ফ্রান্স দলে দেখা যায়নি তাঁকে। এ সময়টায় ফ্রান্স দল যে তাঁর অভাব বোধ করেছে এমন নয়। বরং তাঁর অনুপস্থিতিতেই দেশের মাটিতে ইউরোর ফাইনালে উঠেছে দলটি।২০১৬ ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে পেরে ওঠেনি ফ্রান্স। কিন্তু ২০১৮ বিশ্বকাপে আর সেটা হয়নি। দুর্দান্ত এক স্কোয়াড নিয়ে যাওয়া ফ্রান্স সেরা দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে। সেবারও করিম বেনজেমাকে প্রয়োজন হয়নি তাদের। কিন্তু ২০২০ ইউরোতে আর সেটা সম্ভব হচ্ছে না।
দারুণ ফর্মে থাকা করিম বেনজেমাকে দলে টেনেছে ফ্রান্স। সিদ্ধান্তটা দেশটির সমর্থকদের কত পছন্দ হয়েছে, সেটা বোঝা যায় জার্সি বিক্রির তথ্যে। বেনজেমাকে দলে নেওয়ায় আগের চেয়ে ২ হাজার ৪০০ শতাংশ জার্সি বিক্রি হচ্ছে।
রিয়াল মাদ্রিদের হয়ে গত তিন মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন বেনজেমা। গত দুই বছর সে ফর্মেও অবশ্য লাভ হয়নি। দলে শৃঙ্খলাকে বেশি গুরুত্ব দেওয়া কোচ দিদিয়ের দেশম দলে ডাকেননি এই স্ট্রাইকারকে। ২০১৮ বিশ্বকাপে গোলে একটি শটও নিতে না পারা অলিভিয়ের জিরুতেই আস্থা রেখেছেন। এ প্রসঙ্গে বেনজেমার কাছে প্রশ্ন রাখায় রিয়ালের নম্বর নাইন বেশ বিতর্কিত মন্তব্য করেছিলেন, ‘ফর্মুলা ওয়ানের (বেনজেমা) সঙ্গে গো-কার্টের (জিরু) তুলনা করার চেষ্টা করবেন না, তা–ও আমি উদার বলে এটা বলছি!’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct