আপনজন ডেস্ক: অতি আধূনিকতায় এবার লাগাম টানতে চরেছে ্জউত্তর কোরিয়া। জীবনযাত্রায় পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন ঠেকাতে তরুণদের বিশেষ ধরণের চুলের কাটিং ও আঁটসাঁট জিন্সের প্যান্ট নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়া। এছাড়া এই নিয়ম অমান্য করলে তাদেরকে সরাসরি দেশটির শ্রমশিবিরে পাঠানো হবে বলে জানিয়েছে ্ব্রউত্তর কোরিয়া সরকারি গণমাধ্যম। জানা গেছে, এই নিষেধাজ্ঞায় চুলে রঙ করা, চুল ‘স্পাইক’ করা, মুলেট হেয়ার কাটিং (সামনে ছোট, পেছনে বড় চুল) এবং নাক ও কানে ছিদ্র করা যাবে না।
গত বছর থেকেই পশ্চিমা ফ্যাশন সামনে ছোট, পেছনে বড় চুলের ‘মুলেট হেয়ার কাটিং’ দেশটিতে জনপ্রিয় হয়। পশ্চিমা অপসংস্কৃতির প্রভাবে দেশটির তরুণ সমাজ নাজুক হয়ে যাচ্ছে বলে মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা।
তবে ১৫টি আইনসম্মত হেয়ার স্টাইলের মধ্য থেকে নিজেদের পছন্দমতো চুল কাটানোর স্বাধীনতা পাবেন দেশটির নাগরিকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct