অভিন্ন হৃদয়
(বন্ধু রাজ্জাককে)
______________________
মসিউর রহমান
আমি আকাশের মত একলা হতে চেয়েছিলাম
তোমাকে বিদায় দিয়ে।
শান্ত হয়েছিলাম, স্তরূ হয়েছিলাম অতলান্ত নির্জনতায় ডুবে যাচ্ছিলাম
তোমাকে বিদায় দিয়ে।
আকাশ কি একলা হয় কখনো, চাঁদ অতন্দ্র প্রহরীর মত পাহারা দেয় তাকে,
জ্যোৎস্নার উৎসবে তারাদের স্মিত উদ্ভাস আকাশকে একলা হতে দেয় না কখনো,
তুষি বিদায় নিয়েও আমাদের কাউকে একলা হতে দাওনি।
আকাশের মতই তুমি ছিলে অশেষ বিশাল ব্যাপক রহস্যময়
তোমার উচ্চতায় উঠে তোমাকে ছুঁতে চেষ্টা করেছি,
পারিনি কখনো
শুধু নিঃশর্ত ভালোবেসেছিলাম, তোমারে একলা হতে দেব না বলেই
আমরা কেউ কেউ চাদ বা ধ্রুবতারা হতে চেয়েছিলাম তোমার জীবনে।
আমায় একলা হতে দিলে না তো তুমি কিছুতেই---
স্মৃতিগুলো অনধিকার ঢুকে পড়ে মলের দুয়ার পেরিয়ে!
আমার যাপিত জীবনে তুমি, ঘূরে ফিরে কেন আসছ প্রতিক্ষণে প্রতি পলে?
বেদনা ঘনীভূত হয় পুজীভূত হয় অবশেষে প্লাবন আনে হৃদয় জুড়ে,
সেই সব অম্লান স্মৃতি রা ---
হেমন্তের সোনালী ধানক্ষেতের আল ধরে একই সাথে হেঁটে যাওয়া ---
উথাল পাথাল উদাসী হওয়ায় ভাসতে চাওয়া --
সুরহীন গান গাওয়া
ভরা ভাদরে শান্ত গভীর বিলের ধারে বসে একে অপরের হৃদয়ের গভীরতা মেপেছি-
দীঘার সুমদ্র সৈকতে একসাথে সবাই পা মিলিয়ে হেঁটেছি--
সমীর-মিতালী-জামিল-সুচেতনা দলছুট হযে নিরুদ্দেশ হতে চেয়েও পারেনি
তোমার শাসনে---
এইরকম কত স্মৃতি নিয়ে বাঁচব আমরা আমাদের জীবনযাপনে ।
এই পৃথিবীটা বেশ তো চলছিল আরো চলতে থাকবে অনন্তকাল ধরে,
সরল লোকের মত তুমিও চলছিলে এই পৃথিবীর পথে
নস্বর তুমি হঠাৎ থেমে গেলে---
অমলিন তোমার বসবাস বরোমাস---
আমাদের মনেরও মন্দিরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct