আপনজন ডেস্ক: মে মাসের শুরুতে বড় এক ধাক্কা খেয়েছে আইপিএল। ৩ মে প্রথম আইপিএলে করোনায় আক্রান্ত হওয়ার খোঁজ মেলে। বরুণ চক্রবর্তীসহ কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। এ কারণে রয়্যাল চ্যালেঞ্জার্সে বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতার ম্যাচ স্থগিত করা হয়। দিন শেষ হওয়ার আগেই চেন্নাই সুপার কিংস ক্যাম্প থেকে আসে আরেকটি দুঃসংবাদ। বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন ও নাম অপ্রকাশিত এক সহকারীর কোভিড পজিটিভ হওয়ার খবর আসে।
পরদিনই আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখনো হন্যে হয়ে টুর্নামেন্ট আয়োজন করার জন্য ফাঁকা সূচি ও ভেন্যু খুঁজে বেড়াচ্ছে বিসিসিআই। যাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে, সেই দুজন এরই মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার ধাক্কা এখনো সামলে ওঠা হয়নি তাঁদের। ক্রিকইনফোর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে অনেক কিছু নিয়েই কথা বলেছেন। বালাজি বলেছেন, জৈব সুরক্ষাবলয়ের মধ্যে কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এখনো বুঝে উঠতে পারেননি তিনি। কলকাতা ও চেন্নাইয়ের পর দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদেও করোনা সংক্রমণের খবর পাওয়ায় আইপিএল স্থগিত করা হয়েছিল। তবে করোনা এভাবে ছড়িয়ে পড়ার পেছনে কলকাতার দায়ই দেখা হচ্ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct