অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: রাতের অন্ধকারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে চুরির ঘটনা রুখে পুরস্কৃত হলেন তপন থানার দুই সিভিক ভলান্টিয়ার। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই সিভিক ভলেন্টিয়ার কে পুরস্কৃত করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার রাহুল দে। এদিন বালুরঘাট পুলিশ লাইনে কনফারেন্স হলে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। যেখানে জেলা পুলিশ সুপার রাহুল দে ছাড়াও উপস্থিত ছিলেন তপন থানার আইসি দীপজ্জল ভৌমিক সহ অন্যান্য পুলিশকর্তারা।
উল্লেখ্য, চলতি মাসের গত ৮ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের সীমান্তবর্তী গুরাইল এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে দুষ্কৃতীদের চুরির পরিকল্পনা করে। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার এর সাহসিকতায় চুরির পরিকল্পনা ভেস্তে যায় চোরেদের। সিভিক ভলান্টিয়ারদের দেখে চোরেরা গ্রাহক পরিষেবা কেন্দ্রের সব সামগ্রী ফেলে পালিয়ে যায়। তাদের সিভিক ভলেন্টিয়াররা তাড়া করলেও দৌড়ে পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর যায় তপন থানার আইসি দীপজ্জ্বল ভৌমিক এর কাছে।
রাতেই তপন থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সমস্ত সামগ্রী উদ্ধার করেন। এই ঘটনায় দুই পুলিশ সুপার কে পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার। অন্যদিকে জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কৃত হয়ে খুশি দুই সিভিক ভলেন্টিয়ার। পাশাপাশি ভালো কাজের জন্য দুই সিভিক ভলান্টিয়ার জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কৃত হওয়ায় খুশি তপন থানার সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct