জৈদুল সেখ, কান্দি: সাধারণ মানুষকে যাতে করোনা সম্পর্কে সার্বিক ভাবে সচেতন করা যায় সেই উদ্দেশ্যে কান্দি প্রশাসনের তরফ থেকে বিডিও, থানার আই সি, কান্দি হসপিটালের বিএমওএইচ, কান্দী পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সদস্য, এলাকার বিশিষ্ট ব্যাক্তিকে নিয়ে শনিবার বেলা দশটা থেকে এই ভার্চ্যুয়াল কনফারেন্স করা হয়। এখানে কান্দি থানার আই সি সুভাষ ঘোষ বলেন, এলাকায় এলাকায় লকডাউন অনেকটা সফল হয়েছে ঠিকই কিন্তু বাজারে এলে অনেকেই মাস্ক পরছে না। কেউ পুলিশের ভয়ে মাস্ক নিচ্ছে। কিন্তু মুখের নীচে, এই সমস্ত ক্ষেত্রে সকলকেই দায়িত্ব নিতে হবে, যাতে করে মাস্ক সকলেই পরে। অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে লকডাউনের সময় হয়ে গেছে বাজারে সবাই বন্ধ করলেও কোনো একজন খুলে রাখছে। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে পরের দিন পাশের দোকানটাও খুলে রাখছে। সুতরাং জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকে করা যায় সে বিষয়ে সকলকেই উদ্যোগ নিতে হবে। বিডিও নীলাঞ্জন মন্ডল বলেন, অসুস্থ রুগীদের যাতে করে হসপিটালে ভর্তি করা যায়, কভিড পরীক্ষা করা যায়, এম্বুলেন্সের ব্যবস্থা করা যায় সেদিক দিয়ে ডাক্তার বাবুদের সঙ্গে পঞ্চায়েতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তার সঙ্গে অসহায় পরিবারের পাশে থেকে সহযোগিতা করা, কিংবা কভিড সম্পর্কীয় সমস্ত তথ্য ব্লক আধিকারিক কে জানাতে হবে, যাতে পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হয়।
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রার্থ প্রতীম সরকার বলেন, রাস্তায় ধারে যেসমস্ত হাটবাজার আছে সেগুলো পার্শ্ববর্তী মাঠে নিয়ে যেতে হবে যাতে করে বাজারে অতিরিক্ত ভিড় না হয়। তাছাড়া কান্দি থানার আই সি সুভাস চন্দ্র ঘোষের উদ্যোগে, প্রাথমিক শিক্ষক সংগঠন ও বিশিষ্ট সমাজ সেবীদের নিয়ে ট্যাবলোর মধ্য দিয়ে পায়ে হেঁটে কান্দি শহর পরিক্রমা করে মাস্ক পরিয়ে মানুষকে অযাথা বাইরে না বের হয়, সে বিষয়ে বোঝালেন প্রয়োজনে আরও বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct