সজিবুল ইসলাম, জলঙ্গি: করোনা মহামারীতে গোটা দেশ দিশেহারা হয়ে পড়েছে,দেশ জুড়ে নিজ নিজ রাজ্যে চললে করোনা বিধিনিষেধ।তার পরেও করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই পরিস্থিতে রাজ্যর তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নিয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে রাজ্যের স্কুল গুলোকে কোভিড আইসলেশন সেন্টারে পরিণতি করা হবে। সেই মত জলঙ্গী ব্লকের অঞ্চল ভিত্তিক হাই স্কুলে কোথাও ৩০ কোথাও ২০ বেডের আইসোলেশন সেন্টার করার কাজ শুরু করেছেন বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি সহ ওসি।
এদিন জলঙ্গী ব্লকের চোয়াপাড়া অঞ্চলের চোয়াপাড়া দূর্লভের পাড়া বিদ্যানিকেতন স্কুলে ৩০ বেডের আইসলেসন সেন্টার করলেন ব্লক সভাপতির নেতৃত্বে। এদিন এই আইসলেশনের সেন্টার পরিদর্শন করেন ডোম কল সি আই, জলঙ্গী থানার ওসি উৎপল কুমার দাস,ব্লক সভাপতি রাকিবুল ইসলাম সহ স্বাস্থ্য আধিকারিকরা। অন্যদিকে জলঙ্গী বিধায়ক আব্দুর রাজ্জাক নেতৃত্বে উত্তর জনে তিনটি স্কুলে আইসোলেসন সেন্টার শুরু করেন, শিতানগর হাই স্কুল,সাগর পাড়া হাই স্কুল সহ আরো এক স্কুলে শুরু হয়েছে আইসলেশন সেন্টার।
এই সব স্কুলের এলকার যারা করোনা সংক্রমণ হবে তাদের কে এই সব স্কুলে রেখে সব রকম সুস্থতার সুব্যবস্থা করা হবে বলে জানান।অনেক পরিবারে আলাদা করে ঘরে থাকার ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে অনেক সুবিধা হবে সেই সব পরিবারের সদস্যদের। তবে এই কাজে অনেক খুশি এলাকার সাধারণ মানুষ থেকে বিশিষ্ট মহল।মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান এই উদ্যোগকে জলঙ্গী বাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct