অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আয়েশা রানি। বৃহস্পতিবার নিজের দপ্তরের যোগদান করতেই অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) জিতিন যাদব সহ অন্যান্য আধিকারিকেরা ফুলের তোড়া দিয়ে জেলাশাসক কে সংবর্ধনা দেন। উল্লেখ্য, দিন কয়েক আগে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক পদে রদবদল ঘটে। নতুন জেলাশাসক হিসেবে উঠে আসে আয়েশা রানি’র নাম। অন্যদিকে, ভোটের ফলাফলের পর বদলি করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক সি মুরগান কে। প্রসঙ্গত, ভোটের ঠিক প্রাক মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল কে নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হয়েছিল।
সেসময় জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল আইএএস অফিসার সি মুরুগান কে। এদিকে ভোটের ফলাফল এবং সরকার গঠনের পর দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসককে বদলি করা হলো। বর্তমানে জেলা শাসক হিসেবে দায়িত্বভার নিতে আসছেন আয়েশা রানী এ। দিন কয়েক আগে নবান্নের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দফতর থেকে এই নির্দেশনা জারি করা হয়। জানা গেছে এর আগে এই আইএএস অফিসার চিফ সেক্রেটারি’র দপ্তরে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি)পদে ছিলেন । তার আগে তিনি ঝাড়গ্রামের জেলা শাসক ছিলেন। দিন কয়েক আগে রাজ্যের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়। যেখানে বলা হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার নতুন জেলাশাসক হচ্ছেন আয়েশা রানি।বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct