আপনজন ডেস্ক: কোভিড রিলিফ টাস্ক ফোর্সের মাধ্যমে করোনা আক্রান্তদের পাশে জামাআত-এসআইও সারা দেশসহ এই রাজ্যেও করোনা মোকাবেলায় তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে জামাআতে ইসলামী হিন্দ এবং তাদের ছাত্র সংগঠন স্টুডেন্টস্ ইসলামিক অর্গাইনাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা। করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে হেল্পলাইন ও ওয়েবসাইট চালু করা হয়েছে।
জামাআতের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক জানান, জামাআতের নিজস্ব উদ্যোগে আলিমুদ্দিন স্ট্রিটের এম.এম মডেল স্কুলে অক্সিজেন সেন্টারের মাধ্যমে ৬০ জন রোগীকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এসআইও’র হেল্পলাইনে সাহায্যপ্রার্থীদের মধ্যে ২৩৫ জনকে অক্সিজেনের তথ্য প্রদান করা হয়েছে। ডাক্তারদের নিয়ে গঠিত টেলি-ডাক্তার হেল্পলাইনের মাধ্যমে ২০৩ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। ৯০৫১৮৬০৩৭৫ ও ৯৬৭৪২০৯১৮৮ নম্বরে এসআইও’র স্বেচ্ছাসেবকগণ ফোনের মাধ্যমে অক্সিজেন, বেড, মেডিসিন ও প্লাজমার খোঁজ দিয়ে চলেছে বলে জানান এসআইও-র রাজ্য সভাপতি সাবির আহমেদ।
বলেন, “আমরা সমস্ত তথ্যকে একত্রিত করে রোগীর পরিবারদের নির্ভুল তথ্য প্রদানের কাজ করে চলেছি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct