আপনজন ডেস্ক: গ্রেলা লিগা এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে বার্সেলোনার। হাতছাড়া হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। রোনাল্ড কোমানের অধীনে এই মৌসুমে বার্সেলোনা জিতেছে প্রায় একক সম্পত্তি হয়ে ওঠা কোপা দেল রে শিরোপা। কিন্তু এই একটা টুর্নামেন্টের সাফল্য বাকি সব ব্যর্থতাকে কীভাবে আড়াল করবে কোমানের?
দায়িত্ব নেওয়ার সময়ই জানতেন এক মৌসুমের বেশি টিকে থাকা কঠিন হবে। তবু আশা করেছিলেন সাফল্য দিয়ে বার্সেলোনা বোর্ডের আস্থা অর্জন করবেন। কিন্তু লিগ হাতছাড়া হওয়ার পর থেকে বেশ চাপে আছেন ডাচ ভদ্রলোক।
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গেও সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না কোমানের। এরই মধ্যে আজ কোমান জানিয়ে দিয়েছেন, ক্লাব সভাপতির কাছ থেকে কোনো সমর্থন পাননি। স্থানীয় স্প্যানিশ গণমাধ্যম তাঁকে অসম্মান করেছে। সব মিলিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ অন্ধকারেই কোমান।
বার্সা সভাপতি লাপোর্তা কিছুদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন, ক্লাবে অদল–বদল আনতে যাচ্ছেন। আর স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে কোমানের জায়গা নিতে যাচ্ছেন বার্সার সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।
আগামীকাল লিগে নিজেদের শেষ ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে এইবারের। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোমান তাঁর ক্ষোভ উগরে দিলেন, ‘শেষ মাসে (মৌসুমের) কোচ ও ফুটবলারদের প্রতি আরও বেশি সম্মান দেখানো দরকার। কিছু ব্যাপার সংবাদমাধ্যমে এসেছে এবং ওদের (খেলোয়াড়দের) এটা প্রাপ্য না। অনেক কিছুই হয়েছে, যা ভিন্নভাবে করা যেত।’
গত বছর আগস্টে ক্যাম্প ন্যুতে পা রাখতে না রাখতেই বার্সেলোনার রাজনীতির উত্তাপ টের পেয়েছিলেন কোমান। টালমাটাল পরিস্থিতির মধ্যে নিজেকে যথাসম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টাও করেছেন এত দিন।
কিন্তু শেষ পর্যন্ত হয়তো হাল ছেড়েই দিতে হচ্ছে তাঁকে। স্পেনে বার্সেলোনার সমর্থকদের পাশাপাশি সংবাদমাধ্যমের চাপটাও যে প্রচণ্ড, সেটা মেনে নিয়ে বললেন, ‘আমি জানি এখানে প্রচণ্ড চাপ। এবং আমি সেটা মেনেও নিয়েছি। কিন্তু মাঝেমধ্যে আমার মনে হয় এই দেশে (স্পেনে) কোচের ভবিষ্যৎ নির্ধারণে সংবাদমাধ্যম খুব বেশি জড়িত হয়ে পড়ার সংস্কৃতি আছে, যা আমার চোখে খুবই অসম্মানের একটা ব্যাপার।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct