মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: ঘূর্ণিঝড় ‘যশ’-এর তৎপরতায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল বর্ধমান উন্নয়ন পর্ষদের হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা,জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া,জেলা পুলিশ সহ জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ ও বিধায়করা। প্রশাসনের প্রত্যেকটি বিভাগ ঝড় মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করছে। জেলায় ৪৯ টি ফ্লাট নিরাপদ সেন্টার স্যানিটাইজ করে করে প্রস্তুত রাখা হচ্ছে। এবং দুর্যোগকালে জেলায় আপৎকালীন পরিস্থিতিতে যারা পরিষেবা দেবেন তারা যেন করোনা সচেতনতা বজায় রাখে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী মজুদ রাখা হচ্ছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালেকে নির্দেশ দেওয়া হয়েছে ঝড়ে আহত ব্যক্তিদের চিকিৎসার প্রয়োজন হলে সেক্ষেত্রে যেন আলাদা বিভাগে ভর্তি করা হয়। করোনা রোগীদের সাথে যেন
তাদের চিকিৎসা না করা হয় এমনটাই জানান জেলা শাসক। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আগাম সমস্ত রকম বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে নিয়েছে।মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, যশের ব্যাপারে এখনো পর্যন্ত তীব্র বা কঠোরভাবে কোন নির্দেশিকা আসেনি তবে কিছু নির্দেশ আগামীকাল আসতে পারে। তবে আজ আলোচনা হল ছোট ছোট ঘর,ঝিটে বেড়ার ঘর অথবা মাটির ঘরের বাসিন্দদের সতর্ক করা হচ্ছে
যাতে তারা যেন নিরাপদ স্থানে সরে যায়। ঝড়ের মূলপর্বে ইলেকট্রিক বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাতে তড়িৎদাহত হয়ে মৃত্যুর হার অনেকটা কমানো যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct