জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: অতিমারী করোনার দাপটে আতঙ্কিত যখন মানুষজন । এমনকি কোন ব্যক্তি করোনা আক্রান্ত হলে হয়ে যাচ্ছেন দিশেহারা , পাশাপাশি কি করতে হবে ? আর কি করতে হবে না ! সেই উত্তরটার খোঁজ পেতেই অনেক সময় পড়তে হচ্ছে নানান সমস্যায়। সেই সমস্ত মানুষজনদের নিশুল্ক প্রয়োজনীয় ঔষধ থেকে বাজার করা সহ ডাক্তারি পরামর্শ ও ফোনের মাধ্যমে চিকিৎসা প্রদান ছাড়াও অক্সিজেনের ব্যবস্থা সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে আজাদ হিন্দ ভলেনটিয়ার্সরা। জানা যায় করোনার কোন উপসর্গ বা মৃদু উপসর্গ সহ বিভিন্ন অসুখের সমস্যায় ছুটে আসছেন এই ভলেনটিয়ার্সরা। জেলার বিভিন্ন এলাকার অঞ্চলে অঞ্চলে যুবক যুবতীরা একত্রিত হচ্ছেন এই কাজে এবং একে বারে প্রত্যন্ত গ্রামে গঞ্জে পরিষেবা পৌঁছে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। এই কাজে মূলত নেতৃত্ব দিচ্ছেন ফরওয়ার্ড ব্লকের ছাত্র যুবরাই।
তাদের কথায় এখন রাজনীতির সময় নয় মানুষের পাশে থাকার সময় তাই অন্য কোনও রাজনৈতিক ব্যক্তির যাতে সংকোচ না হয় তাই এই অরাজনৈতিক সংগঠন। আজাদ হিন্দ ভলেনটিয়ার্স এর পক্ষ থেকে জানানো হয় দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক হয়ে মানুষের পাশে দাঁড়ানোই এই মুহূর্তে দরকার তাই আমাদের এই প্রয়াস।ঝালদা ১, ঝালদা ২, ঝালদা শহর, জয়পুর, আড়শা, বাঘমুন্ডি, মানবাজার সহ বিভিন্ন ব্লকে শুরু হয়ে গিয়েছে তাদের এই পরিষেবা প্রদান ।স্বাবাভিক ভাবেই এলাকার মানুষজনেরা তাদের এই কাজের প্রশংসা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct