অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পাকা রাস্তার। কিন্তু আজও পূর্ণ হয়নি তাদের সেই দাবি। অবশেষে প্রতিবাদস্বরূপ রাস্তায় কচু গাছ লাগিয়ে রাস্তা সংস্কারের অভিনব দাবি বিক্ষোভকারীদের। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও সংস্কার হয়নি তপন বিধানসভার অন্তর্গত রাস্তাটির । ফলে অল্প বৃষ্টিতেই এলাকার একমাত্র যাতায়াতের রাস্তাটি অযোগ্য হয়ে ওঠে। একারণেই বালুরঘাট ব্লকের মামনা এলাকায় শুক্রবার সকালবেলায় এলাকার জনগণ কচু গাছ লাগিয়ে বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে ব্লক প্রশাসন সকলকে জানিয়েও কোনো লাভ হয়নি। কিউয়ি রাস্তা মেরামতের জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না।
তাই আজ তারা বাধ্য হয়ে রাস্তায় কচু গাছ লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এলাকাবাসীর দাবি তাদের এই রাস্তাটি দ্রুত সংস্কার করে দিতে হবে। এবিষয়ে কাবেরী সরকার, মুক্তার মন্ডল প্রমূখ গ্রামবাসীরা জানান, আমাদের এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা যায় না। স্কুল ,কলেজ যাবার সময় বেশ সমস্যায় পড়তে হয় ছাত্র-ছাত্রীদের। সমস্যা আরো দিগুন আকার নেয় বর্ষার সময়। যখন রাস্তাটি একেবারে যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে। অথচ বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আমাদের কোনো লাভ হয়নি। যদিও রাস্তার কাজ হবে বলে সাইন বোর্ড টাঙ্গানো রয়েছে। তাই আজ আমরা কচু গাছ লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করছি। দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct