আপনজন ডেস্ক: লাগাতার যে ভাবে ইজরাইলি সেনাবাহিনী আল আকসা মসজিদ ও ফিলিস্তিনের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালাচ্ছে তার প্রতিবাদে রাজ্যের মুসলিম সংগঠনগুলির যৌথ উদ্যোগে আয়োজিত হল আল কুদস কনফারেন্স। এই আল কুদস কনফারেন্সে সভাপতিত্ত্ব করেন ইমাম-এ -ঈদাইন ক্বারী ফজলুর রহমান। কনফারেন্সটি পরিচালনা করেন সাদাব মাসুম।
এইদিনের আলোচনায় অংশগ্রহণ করেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমি, জামায়াতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, পশ্চিমবঙ্গ জমিয়তে উলামার ক্বারী শামসুদ্দিন, রাজ্য জমিয়তে উলামার সাদারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, জমিয়তে আহলে হাদিসের মাওলানা মারুফ সালাফি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শাহজাহান আলি রাইহান, মাওলানা এ.এফ.এম খালিদ প্রমুখ। কনফারেন্সে বক্তারা বিশ্বের ন্যায়বাদী সকল রাষ্ট্রগুলিকে এই হিংস্র বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন জানান। রাষ্ট্রসংঘের চুক্তি অনুসারে শত্রু প্রবণ এবং বে-আইনি ইজরাইলি কার্যকলাপের বিরুদ্ধে দ্রুতপদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানান। ইজরাইল এর ওপর চাপ প্রয়োগ এবং অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ করতে আহ্বান জানানো হয় কনফারেন্সে। গাজা ও ফিলিস্তিনের ওপর নির্যাতনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের সৈন্য ও শাসকের বিরুদ্ধে মামলা দাখিল করতে হবে এইদিন মত দেন নেতারা।
আল কুদস কনফারেন্সে মিল্লি নেতারা বলেন, ভারত সরকার সর্বদা উপনিবেশিক শক্তি ও সম্প্রসারণবাদের উচ্চাঙ্ক্ষা বিরুদ্ধে মত প্রকাশ করে এসেছে। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন দিয়ে এসেছে। নির্যাতিত ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে পক্ষ অবলম্বন করে এসেছে। জাতিসংঘে ভারতের নিযুক্ত প্রতিনিধি টি. এস. ত্রিমূর্তি ফিলিস্তিনিদের ন্যায় সঙ্গত দাবীর পক্ষে সওয়াল করেছেন। ফিলিস্তিনের ওপর ইসরাইলি নির্যাতনের অবসানে ভারত সরকার গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct