আপনজন ডেস্ক: দেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সৈয়দ মাওলানা ক্বারী উসমান মনসুরপুরী (রহ.) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আজ শুক্রবার জুমার পর তিনি ইন্তেকাল করেন। তাঁর পুত্র মুফতি সালমান মনসুরপুরী ও মুফতি আফান মনসুরপুরী এক হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে এই মৃত্যুর খবর জানান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সন্ধ্যায় দেওবন্দের কাসেমি কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, কোভিড আক্রান্ত হওয়ার পর তাকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে গত ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর করোনার রিপোর্ট পজিটিভ হওয়ার পর থেকে তাকে নিয়মিত দেওবন্দের বাড়িতে চিকিৎসা করা হচ্ছিল। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে বুধবার তাকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাত থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। শুক্রবার বিকেলে ক্বারী উসমান মৃত্যুর কোলে ঢলে পড়েন। ক্বারী সৈয়দ উসমান মানসুরপুরী শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী (রহ:)-এর সুযোগ্য জামাতা। অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। ক্বারী সাহেবের ইন্তেকালে দেশেল আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে দেশের আলেম সমাজের এক অপূরণীয় ক্ষতি হল বলে বিশিষ্টজনরা মন্তব্য করেছেন। তাঁর মৃত্যুতে গঝীর শোকপ্রকাশ করেছেন দারুল উলূম দেওবন্দের মুফতি আবুল কাসিম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানি, জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি, মাওলানা সৈয়দ রাবে হাসানী নদভী, সাংসদ, হাজী ফজলুর রহমান, হাকিম সিরাজউদ্দিন হাশমি, রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি, সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
আমির-উল-হিন্দ মাওলানা ক্বারী সৈয়দ ওসমান মনসুরপুরী ১৯৪৪ সালের ১২ আগস্ট মুজফফরনগরের মনসুরপুর শহরে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় ৪০ বছর ধরে দারুল উলুম দেওবন্দে শিক্ষক হিসেবে নিয়োিজত ছিলেন। তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের কার্গুজার মোহতামিম।
২০০৬ সালে তিনি জমিয়তে উলামায়ে হিন্দ (মাহমুদ মাদানি গোষ্ঠী)-এর সভাপতি নির্বাচিত হন। সেই সময় থেকে তিনি আমির-উল-হিন্দ পদেও নিযুক্ত হয়েছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি গত এক মাসের ভেতরে দারুল উলুম দেওবন্দের আরো সুযোগ্য দু’জন শিক্ষক ইন্তেকাল করেন। একজন দেওবন্দের আদব বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মাওলানা নূরে আলম খলীল আমিনী রহ:। অন্যজন ইবনে হাজার সানিখ্যাত মাওলানা হাবিবুর রহমান আজমী রহ.।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct