আপনজন ডেস্ক: কোনো দুর্ঘটনা হলেও হয়তো মেনে নেওয়া যেত। কিন্তু ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তির মৃত্যু এভাবে চিকিৎসকদের গাফিলতির কারণে হলো! আর্জেন্টিনা থেকে আসা সর্বশেষ খবরে তো তেমনই মনে হতে বাধ্য। ম্যারাডোনাকে ‘ইচ্ছাকৃতভাবে হত্যার’ অভিযোগে তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকসহ ৭ চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ছিয়াশি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি গত বছরের ২৫ নভেম্বর অন্যলোকে চলে যান। সে সময় প্রতিবেদনে ৬০ বছর বয়সী ম্যারাডোনার মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় ঘুমের মধ্যে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। কিন্তু সেটি কী কারণে হয়েছে, তা নিয়ে বিতর্ক ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই চলছে।
তাঁর মেয়েরা প্রথমে ম্যারাডোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তোলেন। তারপর সে অভিযোগ আরও গুরুতর আকার ধারণ করে। তদন্ত হয় এ নিয়ে।
তদন্তে ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পেয়েছেন বলে এই মাসের শুরুর দিকেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। গাফিলতির শাস্তি এখন পেতে হচ্ছে অভিযুক্ত চিকিৎসকদের। মৃত্যু নয়, ম্যারাডোনাকে ‘ইচ্ছাকৃতভাবে হত্যা’র অভিযোগে মামলা হয়েছে ৭ চিকিৎসকের বিরুদ্ধে।
স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে ওই চিকিৎসকদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct