আপনজন ডেস্ক: কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেশের মুখ্যমন্ত্রী ও জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রহসনে পরিণত হল বলে অভিযোগ উঠল। বিশেষ করে এই ভার্চুয়াল বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপসত থাকলেও তাদেরকে একবারও বলার সুযোগ না দেওয়ায় প্রতিবাদে সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা মোদির বিরুদ্ধে বৈঠক নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘এটা একমুখী যোগাযোগ ছিল না, এটা ছিল একমুখী অবমাননা... এক জাতি. সবাইকে অবমাননা।’
সদ্য পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রচারের বিরুদ্ধে লড়াই করে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা। এদিনের বৈঠক নিয়ে তাই মমতা বলেন, ‘নামেই মুখ্যমন্ত্রী এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন। আমরা ক্রীতদাস না পুতুল?’ সেই সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী কি এতটা নিরাপত্তাহীন যে তিনি মুখ্যমন্ত্রীদের কথা শুনতে চান না? তিনি এত ভয় পেয়েছেন কেন? তিনি যদি মুখ্যমন্ত্রীকে শুনতে না চান তাহলে কেন মুখ্যমন্ত্রীদের ডাকেন? তিনি কিছু জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কথা বলে অপমান করেছেন মুখ্যমন্ত্রীদের। মমতার আরও অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকলেও বেড, ভ্যাকসিন, অক্সিজেন, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে মুখ্যমন্ত্রীদেরকে একবারও পরিস্থিতির কথা জিজ্ঞেস করেননি, যার পলে আমরা যথেষ্ট বিব্রত ও লজ্জিত হয়েছি। এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে অংশ নিয়েছে অথচ কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কথা বলার সুযোগ না দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীরা কি ক্রীতদাস না পুতুল সেই প্রশ্ন তুলে তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাতের অভিযোগ তোলেন।
অন্যদিকে, হিন্দুদের পবিত্র নদী গঙ্গাকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার, উত্তরপ্রদেশে গঙ্গায় করোনায় মৃতের দেহ ভাসানো নিয়ে কেন্দ্রকে একহাত নেন তিনি। বলেন, ‘দেশটাকে বিষাক্ত করে ছাড়ছে। নদীতে একের পর এক দেহ ভাসছে। মৃত্যুপুরীতে পরিণত করেছে। যে গঙ্গা পবিত্র, সেখানকার জলে হাত দিতে মানুষ ভয় পাচ্ছে।’
মমতার অভিযোগ, বিজেপি ক্ষমতায় থাকার কারণেই উত্তরপ্রদেশের এহেন ঘটনার কোনও তদন্ত হচ্ছে না। রাজ্যে ভ্যাকসিন, অক্সিজেনের হাহাকারের জন্যও মোদিকেই দোষারোপ করেছেন তিনি। ভোট পরবর্তী সহিংস পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় টিম পাঠিয়েছিল কেন্দ্র। সেই প্রসঙ্গ টেনে মমতা বললেন, ‘উত্তরপ্রদেশে কেন কেন্দ্রীয় টিম গেল না নদীতে দেহের তদন্ত করতে? ওটা বিজেপির রাজ্য বলে?’
এদিন আবার ভ্যাকসিন ও অক্সিজেনের অভাব নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, একাধিকবার টিকার জন্য চিঠি লিখলেও কেন্দ্রের তরফে কোনওরকম সবুজ সংকেত মিলছে না। মমতার অভিযোগ, গোটা কোভিড পরিস্থিতি অত্যন্ত হালকাভাবে নিচ্ছে কেন্দ্র। পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত পদক্ষেপ করার কথাও বলেন তিনি। আশ্বাস দেন, রাজ্য পর্যাপ্ত ভ্যাকসিন পেলে আগামী ৩ মাসের মধ্যেই টিকাদান সম্পূর্ণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct