আপনজন ডেস্ক : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা সঙ্গে মৃত্যু৷ তবে করোনা যুদ্ধে তৎপর পুলিশ প্রশাসন৷ করোনা মোকাবিলায় জনসংযোগ বাড়াতে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে শুরু হল সংযোগ। এই সংযোগ প্রক্রিয়ার মাধ্যমে একটা ফোনেই করোনার ভয়াবহ পরিস্থিতিতে জেলার বিভিন্ন পৌর এলাকার প্রবীন নাগরিকদের সুবিধার্থে পৌছে যাবে পুলিশ প্রশাসন।
এছাড়াও নব আঙ্গিকে শুরু হল ১০০ নম্বরে ডায়ালে পরিষেবা প্রদানের সুবিধা। বুধবার অন্যান্য পুলিশ আধিকারকদের উপস্থিতিতে এস পি অফিস কনফারেন্স হলে এই দুই পরিষেবা শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার৷ তিনি নিজে এদিন জেলার বিভিন্ন প্রান্তের প্রবীণ নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানলেন৷ করোনার এই ভয়াবহ পরিস্থিতি যাদের ছেলে মেয়ে বাড়ির বাইরে থাকেন তাদের সুবিধার জন্য, তাদের সাহায্যের জন্য এই সংযোগ প্রক্রিয়া শুরু করা হল বলে জানান পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার। সেইসঙ্গে আলোর পথে অ্যাপের সাথেও এবার ১০০ ডায়াল করলে সুবিধা পাবেন মুর্শিদাবাদ জেলার নাগরিকেরা। যে কোনো বিপদে, দুর্ঘটনায় ১০০ ডায়াল করলে কন্ট্রাল রুমের মাধ্যমে তৎক্ষনাৎ পদক্ষেপ নিয়ে পুলিশি পরিষেবা প্রদান করা হবে বলেও জানান পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার। এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার, বহরমপুর সদর অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, লালবাগ অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার সহ অন্যান্য পুলিশকর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct