আপনজন ডেস্ক: এদিন বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের দ্বিতীয় ভার্চুয়াল সভায় দুটি উল্লেখযোগ্য বই প্রকাশিত হল। কৌশানি হাসান উদ্বোধন করেন “বাঙালি মুসলমান” গ্রন্থটি এবং ‘অ্যান এথিকো-ফিলোজফিক্যাল পার্সপেক্টিভ অব টেরোরিজম’ গবেষণা গ্রন্থটি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন লেখক মহ: সেলিম রেজা।
মুসলমানরা বাঙালি কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়। তাত্ত্বিক আলোচনাও চলে। নানা বিষয় নিয়ে চলে অবধারিত বিতর্ক। এইসব তর্কবিতর্কগুলিকে সমাজবিজ্ঞানের ধারায় চুলচেরা বিশ্লেষণ করে দু’মলাটে পাঠকের সামনে হাজির করেছে ‘উদার আকাশ’ প্রকাশন। মূল্যবান এই গ্রন্থটির নাম ‘বাঙালি ও মুসলমান’। লিখেছেন প্রখ্যাত গবেষক ও প্রাবন্ধিক মইনুল হাসান।
দ্বিতীয় বইটি ‘অ্যান এথিকো-ফিলোজফিক্যাল পার্সপেক্টিভ অব টেরোরিজম’ নামে একটি গবেষণা গ্রন্থ।
সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বর্তমান বিশ্বে একটি বহুল চর্চিত বিষয়। প্রায়শই একটি প্রশ্ন আমাদের মনে জাগে যে, প্রায় একই কাজ করে একজন জাতীয় নায়ক তথা স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যায়িত হয়, আর একজন সন্ত্রাসবাদী তকমা পায়। এজাতীয় প্রশ্নের সঠিক উত্তর ব্যবহারিক বা প্রায়োগিক নীতিবিদ্যার নিরিখে বিশ্লেষণ করা হয়েছে এই গ্রন্থটিতে। ফরাসি বিপ্লবের সময় থেকে শুরু করে, পরবর্তীতে বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গী থেকে সন্ত্রাসবাদের অন্তর্নিহিত কারণগুলি এখানে সযত্নে অনুসন্ধান করা হয়েছে। এটি লিখেছেন অধ্যাপক মহ: সেলিম রেজা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ-এর কর্ণধার উদার আকাশ প্রকাশনের প্রকাশক ও সম্পাদক ফারুক আহমেদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct